নিজস্ব প্রতিবেদন: ইতিমধ্যেই আনলক ৫ এর বিধিনিষেধ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। সেই পথে হেঁটেই বেশকিছু লকডাউন বিধি ঘোষণা করল রাজ্য সরকার। এই বিধি চালু থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সোমবার নবান্ন থেকে এক বিবৃতি জারি করে তা জানিয়ে দেওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিজেপিতেই যোগ দিচ্ছেন শুভেন্দু! 'নিশ্চিত' গেরুয়া শিবির


কী বলা হয়েছে সেইসব বিধিতে


** আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পঠনপাঠন হবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতেও।


** প্রশিক্ষণ ছাড়া অন্য কোনও কাজের জন্য খোলা যাবে না সুইমিং পুল।


** কনটেনমেন্ট জোনের বাইরে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খুলবে তবে দর্শকসংখ্যা ৫০ শতাংশের বেশি হবে না।


** কনটেনমেন্ট জোনের বাইরে সামাজিক, শিক্ষা সংক্রান্ত, বিনোদনমূলক, সংস্কৃতিক, নাচগান সংক্রান্ত, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত চলবে। তবে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে ও করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


আরও পড়ুন-'বিমল গুরুং আইনের ঊর্ধ্বে না, একসাথে কাজ সম্ভব নয়', বিস্ফোরক বিনয়


** কোনও হলে জমায়েতের ক্ষেত্রে হলের ধারন ক্ষমতার ৫০ শতাংশ লোক জড়ো করা যাবে। 


** খোলা জায়গায় জমায়েতের ক্ষেত্রে জায়গায় আয়তন অনুয়ায়ী লোকসংখ্যা সীমিত রাখতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব, মাস্ক পরতে হবে, কর্তৃপক্ষকে থার্মাল স্ক্য়ানিং ও হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।