নিজস্ব প্রতিবেদন: পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের হয়ে গেলেও ফের পুনর্নির্বাচন। জলপাইগুড়ির রাজগঞ্জের ফুলবাড়ি ১ নম্বর ব্লকে পুনর্নির্বাচন। শুক্রবার নির্দেশ দিল নির্বাচন কমিশন। ফুলবাড়ি ১ নম্বর ব্লকের ২ টি বুথে পুনর্নির্বাচন হবে বলে সূত্রে খবর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার পঞ্চায়েতের নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছিল। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই মোটের উপর গ্রাম বাংলার জনাদেশ স্পষ্ট হয়ে গিয়েছে। কার্যত সবুজ ঝড় উঠেছে রাজ্য জুড়ে। কিন্তু তারই মধ্যে আবারও হতে চলেছে পঞ্চায়েত পুনর্নির্বাচন। 


আরও পড়ুন: তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে জয় 'তৃণমূলের'ই


ফলে আরও একবার ভোট দিতে হবে ফুলবাড়ি ১ নম্বর ব্লকের বাসিন্দাদের। কেবলমাত্র এই আসনেই আরও একবার পঞ্চায়েত ভোট হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।বুধবার গণনার সময়ে কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে। নির্বাচন কমিশন গোটা বিষয়টি খতিয়ে দেখে ফের এখানে পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্ত নেয়।