রাজ্যের নবতম জেলাগুলির মধ্যে একটি ঝাড়গ্রাম। ২০১৭ সালের ৪ এপ্রিল আনুষ্ঠানিক গঠিত হয় এই জেলা। পশ্চিম মেদিনীপুর জেলা ভেঙে গঠিত হওয়া এই জেলায় রয়েছে একটি মাত্র মহকুমা। সদর শহর ঝাড়গ্রাম। পশ্চিমবঙ্গের ২২তম জেলা ঝাড়গ্রামে রয়েছে ১০টি থানা ও ৮টি ব্লক। মোট ৩,০৩৭ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার জনসংখ্যা ১১,৩৬,৫৪৮। যার প্রায় ২০ শতাংশ তপশিলি জাতিভুক্ত। প্রায় ৩০ শতাংশ তপশিলি উপজাতিভুক্ত মানুষের বাস এই জেলায়। ছোটনাগপুরের মালভূমির অংশবিশেষ রয়েছে এই জেলার সীমানান্ত অন্দরে। মূলত পাথুরে ও অনুর্বর মাটি হলেও কৃষিকাজই এই জেলার প্রধান জীবিকা। তবে বনাঞ্চলের ওপর জনজাতির নির্ভরতা এই জেলার অন্যতম বৈশিষ্ট। 

 

জেলা পরিষদ: মোট আসন- ১৬ জেলা পরিষদ: মোট আসন- ১৬
২০১৮ ২০১৩
তৃণমূল ১৩ তৃণমূল  ১৬
বামফ্রন্ট  বামফ্রন্ট -
বিজেপি    
কংগ্রেস    
অন্যান্য    

 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অন্যান্য জেলার পঞ্চায়েত ফলাফল জানতে ক্লিক করুন -


নদীয়া ।। হুগলি ।। কোচবিহার ।।  মালদহ ।।  জলপাইগুড়ি ।। পূর্ব বর্ধমান ।। পশ্চিম বর্ধমান ।। মুর্শিদাবাদ ।। উত্তর দিনাজপুর ।। দক্ষিণ দিনাজপুর ।। পুরুলিয়া ।। আলিপুরদুয়ার ।। উত্তর ২৪ পরগনা ।। দক্ষিণ ২৪ পরগনা ।। হাওড়া ।। বাঁকুড়া ।। পশ্চিম মেদিনীপুর ।। পূর্ব মেদিনীপুর ।। বীরভূম ।। ঝাড়গ্রাম