রেললাইনের ধারে নিখোঁজ প্রিসাইডিং অফিসারের দেহ
করণদিঘি রহটপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের ভোটের ডিউটি পড়েছিল ইটাহারের একটি স্কুলের বুথে। পরিবারের দাবি, সোমবার ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজকুমারের সঙ্গে ফোনে একবার কথাও হয় তাদের।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনের ডিউটি সেরে আর বাড়ি ফেরেননি। ২৪ ঘণ্টা বাদে রেললাইনের ধার থেকে উদ্ধার হল নিখোঁজ প্রিসাইডিং অফিসারের ক্ষতবিক্ষত দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাপুরের সুদর্শনপুরে। মৃতের নাম রাজকুমার রায়। ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের ঘড়ি মোড়ে ভোটকর্মীদের অবরোধ। নিরাপত্তার দাবিতে এসডিও-কে ঘিরে বিক্ষোভ।
আরও পড়ুন: ভোটের ডিউটি সেরে বাড়ি ফিরেই মৃত্যু ভোটকর্মীর!
করণদিঘি রহটপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের ভোটের ডিউটি পড়েছিল ইটাহারের একটি স্কুলের বুথে। পরিবারের দাবি, সোমবার ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর রাজকুমারের সঙ্গে ফোনে একবার কথাও হয় তাদের। কিন্তু তারপর আর যোগাযোগ করা যাচ্ছিল না। পরিবারের তরফে খোঁজ শুরু হয়। মঙ্গলবার রাতে সোনাডাঙ্গি রেললাইনের ধার থেকে রাজকুমারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজকুমার রায়ের অস্বাভাবিক মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।