ভোটের ডিউটি সেরে বাড়ি ফিরেই মৃত্যু ভোটকর্মীর!

 পেশায় শিক্ষক শুভ্রকুমারের সোমবার সিতাই ব্লকে পঞ্চায়েতেই ডিউটি ছিল। অভিযোগ, ডিসিআরসিতে ব্যালট বাক্স জমা দেওয়ার পর কমিশনের তরফে কোনও গাড়ির ব্যবস্থা ছিল না।

Updated By: May 15, 2018, 05:31 PM IST
ভোটের ডিউটি সেরে বাড়ি ফিরেই মৃত্যু ভোটকর্মীর!

নিজস্ব প্রতিবেদন:  ভোট নিয়ে বাড়ি ফিরেই মৃত্যু হল এক ভোটকর্মীর। ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাইয়ে। মৃতের নাম শুভ্রকুমার দে।

আরও পড়ুন: ‘শান্তিপূর্ণ’ ভোটে ৫০০ বুথে পুনর্নির্বাচনের সুপারিশ

 পেশায় শিক্ষক শুভ্রকুমারের সোমবার সিতাই ব্লকে পঞ্চায়েতেই ডিউটি ছিল। অভিযোগ, ডিসিআরসিতে ব্যালট বাক্স জমা দেওয়ার পর কমিশনের তরফে কোনও গাড়ির ব্যবস্থা ছিল না। দীর্ঘক্ষণ নদীর চর ধরে হেঁটে বাড়িতে পৌঁছন তিনি।  পরিবারের দাবি, এরপরই অসুস্থ হয়ে পড়েন শুভ্রকুমার দে। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর সিটি স্ক্যান করানো হয়। তার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় শুভ্রকুমার দে-র। ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে  ক্ষোভ উগরে দিয়েছে পরিবার।

.