নিজস্ব প্রতিবেদন:  বিচারপতি অসুস্থ হয়ে পড়ায় পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার শুনানি। আগামিকাল, মঙ্গলবার হাইকোর্টে পঞ্চায়েত মামলার শুনানি হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগে তিন দফায় ভোট ঘোষণা করেও পরে তা এক দফায় করা হল কেন?  এক দফায় ভোট হলে ভোটের দিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কীভাবে সম্ভব? এনিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা করে সিপিএম এবং পিডিএস। মামলায় যুক্ত হয় বিজেপিও। আজ বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে শুনানির দিন ঠিক ছিল।


আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি, দোসর ঝড়


সোমবার অসুস্থ হয়ে পড়েন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। তাঁর জ্বর হওয়ায় সোমবার মামলার শুনানি হয় না। ফলে সিপিএম, পিডিএস-এর জোড়া মামলার শুনানি পিছিয়ে যায়। এছাড়া, ডিভিশন বেঞ্চেও দুটি মামলার শুনানি ছিল।


আরও পড়ুন: যাদবপুরে বহুতল থেকে ঝাঁপ কিশোর-কিশোরীর, সূত্র হাতড়াচ্ছে পুলিস


মনোনয়নের সময় ১ দিন বাড়িয়ে কমিশনের বিজ্ঞপ্তিতে ভোটের বাকি নির্ঘণ্ট উল্লেখ করা হয়নি। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন আইন অনুযায়ী এই বিজ্ঞপ্তি অসম্পূর্ণ ও বেআইনি। এই অভিযোগে মামলা দায়ের করে কংগ্রেস। ই-মেলে মনোনয়নের দাবিতে মামলা করে সিপিএম। দুটি আর্জিই সিঙ্গল বেঞ্চে খারিজ হওয়ায় বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে যায় কংগ্রেস-সিপিএম। মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে।