WB Panchayat Election 2023: কে কাকে গুলি করে মারবে, কে তার গ্যারান্টি দেবে: কমিশন
এদিন সকালে ভোট শুরু পরে প্রায় ৩ ঘণ্টা নির্বাচন কমিশনের অফিসে দেখা যায়নি নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে। বেলা ১০টা নাগাদ কমিশনের দফতরে আসেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চায়েত ভোটে রক্তস্নাত বাংলা। ভোটগ্রহণের শুরু থেকেই অশান্তির শুরু। একের পর এক জায়গায় ভোট ঘিরে হিংসা ছড়ায়। বিকেল ৫টা পর্যন্ত ভোটের বলি ১৪! রক্তাক্ত পঞ্চায়েত ভোট বাতিলের দাবিতে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। কমিশনের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনার রাজিবা সিনহার বক্তব্য, 'কে কাকে গুলি করে মারবে, কে তার গ্যারান্টি দেবে!'
নির্বাচন কমিশনার রাজিবা সিনহার কথায়, 'সন্ত্রাস আটকানোর দায়িত্ব রাজ্য প্রশাসনের। আমাদের দায়িত্ব ব্যবস্থাপনা সঠিক রাখার। আমরা সেটা করেছি। তবে কেউ তো গ্যারান্টি দিতে পারবে না কে কোথায় কাকে গুলি করে মেরে দেবে!' স্বাভাবিকভাবেই রাজ্য নির্বাচন কমিশনারের এমন মন্তব্যে বিতর্ক উসকে উঠেছে। উল্লেখ্য, এদিন সকালে ভোট শুরু পরে প্রায় ৩ ঘণ্টা নির্বাচন কমিশনের অফিসে দেখা যায়নি নির্বাচন কমিশনার রাজিবা সিনহাকে। বেলা ১০টা নাগাদ কমিশনের দফতরে আসেন তিনি। এরপরে কোন বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হয়েছে, তার হিসাব চায় রাজ্য নির্বাচন কমিশন। এদিকে ভোটের শুরুর পর প্রথম ৬ ঘণ্টাতেই হিংসার বলি হন ৬ জন। তারপর সময় যত গড়ায়, তত বাড়তে থাকে মৃত্যুমিছিল।
প্রসঙ্গত, এদিন কমিশনের দফতরে আসার পর রাজিবা সিনহার প্রথম বক্তব্য ছিল, '৭টি খুন এগুলি স্টেটের বিরুদ্ধে ক্রাইম, পুলিস ব্যবস্থা নেবে।' রাজ্য নির্বাচন কমিশনার বলেন, ’সাতটি খুন এগুলি স্টেটের বিরুদ্ধে ক্রাইম। পুলিস ব্যবস্থা নেবে। ১২০০-১৩০০ বুথে গন্ডগোলের মধ্যে ৬০০-র সমাধান হয়েছে। যা অভিযোগ এসেছে সব জেলাশাসকদের পাঠানো হয়েছে। শান্তি বা অশান্তি বলা উচিৎ হবে না। কারণ প্রচুর অশান্তির খবর আসছে কমিশনের কাছে। সব কিছু শান্তিপূর্ণ হয়েছে যেমন বলা সম্ভব নয়, তেমন অশান্তি হয়েছে এটাও বলা সম্ভব নয়। ১৫ হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী আছে। সব স্পর্শকাতর বুথেও বাহিনী মোতায়েন আছে। ফোর্স আসার সঙ্গে সঙ্গেই মোতায়েন হয়েছে।’
এদিন ভোটে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে মুর্শিদাবাদে। শুধু মুর্শিদাবাদেই খুন হয়েছেন ৫ জন। এরপর কোচবিহারে ৩ জন। মালদায় ২ জন। পূর্ব বর্ধমান, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর দিনাজপুরে ১ জন করে প্রাণ হারিয়েছেন। ওদিকে কমিশনের অফিসে জমা পড়ে ১০০০-এরও উপর বেশি অভিযোগ। এখন রাজ্যের যেসব বুথে অশান্তি হয়েছে, সেখানে পুনর্নির্বাচন হবে বলে জানিয়েছে কমিশন।
আরও পড়ুন, WB Panchayat Poll Violence Live Updates: পঞ্চায়েত নির্বাচনে মৃত্যুমিছিল বাংলায়, ভোটের বলি ১৪!
WB Panchayat Election 2023: ২০ বছর ধরে সযত্নে লালিত, সন্ত্রাসের ভোট বাজারে হিট 'গুঁফোদা'!