West Bengal School Holidays: বাংলায় ৭ দফায় ভোট, কবে কোন জেলায় স্কুল ছুটি? জারি বিজ্ঞপ্তি...
District wise WB School Holidays: হাত মাত্র ১০ দিন। ১৯ এপ্রিল প্রথম দফায় বাংলায় ভোট ৩ কেন্দ্রে। কোচবিহার, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি। এরপর আরও ৬ দফা। প্রচার চলছে জোরকদমে। নির্বাচনী ময়দানে নেমেছে শাসক-বিরোধী সবপক্ষই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বয়স আঠেরো পেরোয়নি এখনও। ফলে ভোট দেওয়ার সুযোগ নেই। তবে লোকসভা নির্বাচনের কারণে স্বস্তিতে পড়ুয়ারা! কীভাবে? স্রেফ নির্ধারিত সময়ের আগে নয়, স্কুলগুলিতে বাড়ল গরমে ছুটি। বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
হাত মাত্র ১০ দিন। ১৯ এপ্রিল প্রথম দফায় বাংলায় ভোট ৩ কেন্দ্রে। কোচবিহার, আলিপুরদুয়ার,জলপাইগুড়ি। এরপর আরও ৬ দফা। প্রচার চলছে জোরকদমে। নির্বাচনী ময়দানে নেমেছে শাসক-বিরোধী সবপক্ষই।
বাংলায় কবে কোথায় ভোট?
---
১৯ এপ্রিল(প্রথম দফা)---- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
---
২৬ এপ্রিল(দ্বিতীয় দফা)---রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং
--
৭ মে(তৃতীয় দফা)--- মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর
--
১৩ মে(চতুর্থ দফা)--কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বহরমপুর
---
২০ মে(পঞ্চম দফা)--শ্রীরামপুর, ব্য়ারাকপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া
--
২৫ মে(ষষ্ঠ দফা)--পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর
--
১ জুন(সপ্তম দফা)-- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, জয়নগর
এদিকে ভোটের জন্য় এবছর স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাচ্ছে ৩ দিন আগেই! ঠিক ছিল ৯ মে থেকে গরমের ছুটি পড়বে। কিন্তু লোকসভা ভোটের নির্ঘণ্ট পর বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে উল্লেখ, রাজ্যের স্কুলগুলিতে ৬ মে থেকে ২ জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি।
প্রথম দফায় ভোট উত্তরবঙ্গ। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির স্কুলগুলিতে ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। দার্জিলিং, কালিম্পং ও দুই দিনাজপুরে আবার ৪ দিন ছুটি। কবে? ২৪ থেকে ২৭ এপ্রিল।
আরও পড়ুন: WB Weather Update: আগামী কয়েক দিনে ভিজবে এইসব জেলা, পয়লা বৈশাখের পর লাফিয়ে বাড়বে তাপমাত্রা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)