ওয়েব ডেস্ক: মিষ্টিতে জিএসটি বসিয়েছে কেন্দ্র। প্রতিবাদে আজ বাংলায় ধর্মঘটে মিষ্টি ব্যবসায়ীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চকলেট মিষ্টির ওপরে ২৮ শতাংশ, রসগোল্লার ওপরে ৫ শতাংশ জিএসটি বসিয়েছে কেন্দ্র। এমনকি নোনতার ওপরেও বসেছে জিএসটি। কর বসেছে দইয়ের ওপরেও। প্রতিবাদে আজ কলকাতাতেই বন্ধ থাকছে ৭ হাজার মিষ্টির দোকান।


রাজ্য মিষ্টি ব্যবসায়ী সংগঠনের দাবি রাজ্যে আজ চব্বিশ ঘণ্টার জন্য ২ লাখ মিষ্টির দোকান বন্ধ থাকবে। উল্লেখ্য, এতদিন ছানার তৈরি মিষ্টিতে কোনও ট্যাক্স ছিল না। কিন্তু কেন্দ্র মনে করেছে লাড্ডুর মতো রসগোল্লা বা ছানার তৈরি মিষ্টিতে কর বসানো প্রয়োজন। তাই এই পাঁচ শতাংশ কর। ফলে এবার মিষ্টি দাম বেশ খানিকটা বাড়বে বলে মনে করা হচ্ছে।