অয়ন ঘোষাল: প্রতিপদের দুপুরের পর থেকেই আবহাওয়ায় বদল। কোথাও আংশিক কোথাও বা সম্পূর্ণ মেঘলা আকাশ। বুধবার উপকূলে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দক্ষিণ আন্দামান সাগর এলাকার ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবারই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর গতি পরিবর্তন করে উড়িষ্যা উপকূলের দিকে আসতে পারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Jalpaiguri Bus Fire: জাতীয় সড়কে যাত্রীবাহী বাসে ফের অগ্নিকাণ্ড, এবার জলপাইগুড়িতে...


বিকেল থেকেই জেলায় জেলায় আংশিক বা কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশ। মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার থেকেই হাওয়া বদল। মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে। বুধবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে।


ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি কোনও জেলাতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আগামী কয়েক দিন। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।


কলকাতাতেও দুপুরের পর থেকে হাওয়া বদল। বাড়বে রাতের তাপমাত্রা। কিছুটা কমতে পারে দিনের তাওমাত্রা। মেঘলা আকাশের সম্ভাবনা। বাড়বে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্প। সাময়িক ভাবে কয়েক দিনের জন্য উধাও হতে পারে রাতের হিমেল আমেজ। বৃহস্পতি ও শুক্রবার মেঘলা আকাশ ও দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ। 


 



আরও পড়ুন, Vande Bharat: দার্জিলিং মাত্র কয়েক ঘণ্টা! বুধবারই হাওড়া থেকে ছাড়বে নতুন বন্দে ভারত...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)