নিজস্ব প্রতিবেদন: ছিঁটেফোটা বৃষ্টিতে ক্রমশ দাপট বাড়ছে গরমের৷ বাড়ছে আর্দ্রতাও। অস্বস্তিকর গরম বহাল রয়েছে শহরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশে হালকা বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। মৌসুমি বায়ু রাজ্যে ঢুকলেও, বর্ষার বৃষ্টির জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে৷ 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে উত্তরবঙ্গের জন্য জারি হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে আলিপুরদুয়ার এবং কোচবিহার৷ ১৬ তারিখের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, জানিয়েছে হাওয়া অফিস। 


আরও পড়ুন, সাংসারিক আশান্তির জের, গ্যাস পাইপে আগুন দিয়ে তা ঘুমন্ত নাতির দিকে এগিয়ে দিল দিদা!


কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সকাল থেকে মেঘে-রোদেই বেলা কাটবে মহানগরের।বারবার নিম্নচাপ অক্ষরেখা তৈরির জেরে আটকে রয়েছে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত। রাজস্থান থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। ওড়িশার উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। 


আবহাওয়া দফতর সূত্রে খবর,  দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনায় বেশি থাকবে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৩ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ৷