নিজস্ব প্রতিবেদন: রাজ্যে শীতের খামখেয়ালি আচরণ অব্যাহত। দু'দিনের বৃষ্টি শেষে ফের ফিরছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে শীতের আমেজ টের পাওয়া যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সকালে অনেক জায়গাতেই ঘন কুয়াশা চোখে পড়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার।  কোথাও তারও নীচে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরবঙ্গের ৫ জেলায়।


এদিকে, বৃষ্টি শেষে রাতের তাপমাত্রা কমার পাশাপাশি দিনের তাপমাত্রাও কমেছে অনেকটাই। আজ দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ সাথে দু'এক জায়গায় হালকা বৃষ্টিও হবে। বিশেষত উপকূলের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। শুধু উপকূলীয় জেলাগুলোতে মেঘলা আকাশ কালও। বৃহস্পতিবার থেকে গোটা বঙ্গে আকাশ পরিষ্কার থাকবে বলেই জানান হয়েছে। 


দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও ৩ ডিগ্রি পর্যন্ত পতনের পূর্বাভাস। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ হালকা বৃষ্টি হবে। কাল থেকে আকাশ পরিষ্কার হবে। বৃহস্পতিবার থেকেই গোটা বঙ্গে ফের শীতের আমেজ ফিরবে। উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় গাঢ় কুয়াশা থাকবে। বাকি রাজ্যে মাঝারি কুয়াশা থাকবে বলা হাওয়া অফিসের পূর্বাভাস।


আরও পড়ুন, Bank Holidays In February 2022: ফেব্রুয়ারিতে ১২ দিন বন্ধ থাকছে ব্যাকিং পরিষেবা! দেখে নিন এক নজরে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)