Bank Holidays In February 2022: ফেব্রুয়ারিতে ১১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা! দেখে নিন এক নজরে

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মোট ১১ দিন বন্ধ থাকবে ব্যঙ্কিং পরিষেবা। 

Updated By: Jan 31, 2022, 12:36 PM IST
Bank Holidays In February 2022: ফেব্রুয়ারিতে ১১ দিন বন্ধ থাকছে ব্যাঙ্কিং পরিষেবা! দেখে নিন এক নজরে

নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্কের(Bank) কাজ আমাদের কার্যত প্রত্যেক মাসেই করতে হয়।  ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেও আপনাকে একই কাজ করতে হবে। তবে তার আগেই যদি জানতে পারেন আগামী মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ(Bank Holidays In February) থাকছে তাহলে সেভাবেই নিজের কাজের তালিকা ঠিক করে ফেলতে পারবেন। 

প্রথমেই জানিয়ে রাখি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মোট ১১ দিন বন্ধ থাকবে ব্যঙ্কিং পরিষেবা(Banking Works)। তবে, সংশয় এড়াতে বলে রাখা ভাল, এই ১২ দিনের মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারগুলিও রয়েছে। 

এছাড়াও রয়েছে দেশজুড়ে বেশ কয়েকটি ছুটি। যেমন-

২ ফেব্রুয়ারি- সোনাম লোচ্চার(গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
৫ ফেব্রুয়ারি- সরস্বতী পূজা/ শ্রী পঞ্চমী/ বসন্ত পঞ্চমী(কলকাতা, আগরতলা, ভূবনেশ্বরে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
৬ ফেব্রুয়ারি- রবিবার
১২ ফেব্রুয়ারি- মাসের দ্বিতীয় শনিবার
১৩ ফেব্রুয়ারি- রবিবার
১৫ ফেব্রুয়ারি- মহম্মদ হজরত আলির জন্মতিথি/ লুই-নগাই-নি(ইম্ফল, কানপুর, লখনউতে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
১৬ ফেব্রুয়ারি- গুরু বরিদাশ জয়ন্তী(চণ্ডীগড়ে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
১৯ ফেব্রুয়ারি- ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তী(বেলাপুর, মুম্বই, নাাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা)
২০ ফেব্রুয়ারি- রবিবার
২৬ ফেব্রুয়ারি- মাসের চতুর্থ শনিবার
২৭ ফেব্রুয়ারি- রবিবার

দেশের বিভিন্ন অংশে আলাদা আলাদা দিনে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা। যদিও, প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসে কিছু ছুটি এবং অনুষ্ঠান একসঙ্গেই গোটা দেশে পালিত হয়। ফলে, সেই সময় দেশজুড়েই বন্ধ থাকে ব্যাঙ্কিং পরিষেবা। অন্যদিকে, চলতি মাসের ২৬ জানুয়ারিও বন্ধ থাকছে ব্যাঙ্ক।  

আরও পড়ুন- Unbelievable Discount: ১৭ হাজারের Smartphone মাত্র ৪৯৯ টাকায়! আজকেই অফারের শেষ সুযোগ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.