অয়ন ঘোষাল: আরও নামল পারদ। আজ এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন। রাতের তাপমাত্রা নামল ১৪.৪ ডিগ্রিতে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৪.৬ ডিগ্রি। ফলে শীতের ইনিংস অব্যাহত। পশ্চিমাঞ্চলের জেলায় তাপমাত্রা নামল ১০ বা ৯ এর ঘরে। মঙ্গলবার বুধবার পর্যন্ত শীতের প্রথম স্পেল রাজ্যে। আরও ৩-৪ দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই ভোরে কুয়াশার দাপট। বেলা বাড়লে পরিস্কার আকাশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Howrah: বিয়ের আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী তৃণমূলের পঞ্চায়েত সদস্য!


উত্তর-পশ্চিমের কনকনে ঠাণ্ডা হাওয়ার অবাধ গতিবিধি। ফলে মঙ্গল-বুধবার পর্যন্ত শীতের প্রথম ইনিংস রাজ্যে। আগামী আরও ৩ থেকে ৪ দিন সর্বনিম্ন তাপমাত্রা আরও সামান্য নামতে পারে দক্ষিণবঙ্গে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকার সম্ভাবনা। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে ১০ বা ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে।


হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। সিকিমেও কুয়াশার প্রভাব। কুয়াশার বেশি সম্ভাবনা পার্বত্য জেলা ও কোচবিহারে। তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গের তাপমাত্রা এবার ক্রমশ  নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে মঙ্গল বুধবার পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে।


শহর কলকাতায় মঙ্গলবার বুধবার পর্যন্ত লম্বা স্পেলের সম্ভাবনা। আজ পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি করে কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৯৪ শতাংশ এবং রাতে ৪৭ শতাংশ। 


কুয়াশা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশের কিছু অংশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে আসবে। কোথাও কোথাও ৬ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বৃষ্টির সম্ভাবনা গোয়া, কঙ্কন, কেরালা, তামিলনাডু, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি, মাহে, কারাইকালে।



আরও পড়ুন, Winter In Bengal | Weather: হু হু করে ঢুকবে উত্তুরে হাওয়া! হাড় কাঁপানো শীত আগামী সপ্তাহে?


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)