নিজস্ব প্রতিবেদন: বাংলার কুর্সি দখলে ক্ষমতা কাদের বেশি? পুরুষ নাকি মহিলার। সেই উত্তর খুঁজতেই পরিসংখ্যান যাচাই করে দেখল ইলেকশন কমিশন। বাংলায় বিধানসভা ভোটে ৮১.৭ শতাংশ মহিলা ভোট দিয়েছেন। পুরুষদের ক্ষেত্রে সেটি ৮১.৪ শতাংশ। এমনই তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার মধ্যে ২০২১-র নির্বাচনে ৩.৫ কোটি মহিলার ভোট দিয়েছেন ২.৯ কোটি। ৩ কোটি ৭০ লক্ষ পুরুষ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন, ৩ কোটি।   


আরও পড়ুন:এবার ভুয়ো সিবিআই আধিকারিক! শহরে ফের জালিয়াতির পর্দাফাঁস জি ২৪ ঘণ্টায়


শতাংশের হিসেবে মহিলা প্রার্থীর সংখ্যাও বেশি। মহিলাদের মধ্যে ১৬.৭ শতাংশ জয়ী হয়েছেন। সেখানে পুরুষদের মধ্যে জয়ী হয়েছেন ১৩.৪ শতাংশ। 


আরও পড়ুন:পুলিসকর্তার মেয়ের অশ্লীল ছবি ইন্টারনেটে! অবশেষে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে
 


২০২১-র নির্বাচনে মহিলাদেরই প্রাধান্য, জানাচ্ছেন নির্বাচন কমিশন। ব্যালেট বক্সে বাংলার ২১-র বিধানসভায় মহিলাদের ক্ষমতাই বেশি।