নিজস্ব প্রতিবেদন : বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী (Extra Marital Affair)। স্ত্রীর প্রেমিকের বুকে ছুরি মারল (Knife Attack) স্বামী। হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় প্রেমিকের (Husband Murdered Lover)। স্বামীর হাতে স্ত্রীর প্রেমিকের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে, ২ ‌মাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন গোবিন্দ প্রামাণিক (‌৩০)‌। এই রাগে গোবিন্দ প্রামাণিকের বুকে ছুরি ঢুকিয়ে খুন করে সাগরিকার স্বামী অভিযুক্ত কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে মালদার হরিশ্চন্দ্রপুর-‌১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে। ঘটনার সময় গোবিন্দ প্রামাণিক চাঁচলে যাচ্ছিলেন। 


পুলিস জানিয়েছে, হামলার পরই গুরুতম জখম গোবিন্দ প্রামাণিককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে  নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই মৃত্যু হয় গোবিন্দ প্রামাণিকের। গোটা ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল থানার বিশাল পুলিস বাহিনী। 


হরিশ্চন্দ্রপুর থানার তদন্তকারী অফিসার অতুল প্রসাদ মিশ্র জানিয়েছেন, অভিযুক্ত কৃষ্ণপদ সাহার সঙ্গে ১৮ বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয়। তাঁদের ২ কন্যাসন্তানও রয়েছে। কিন্তু সাংসারিক অশান্তি লেগেই থাকত। যার জেরেই সাগরিকা স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে গ্রামেরই যুবক গোবিন্দ প্রামাণিকের সঙ্গে পালিয়ে যান। সেই ঘটনায় রাগে ফুঁসছিলেন সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা। 


এরপরই মঙ্গলবার রাতে গোবিন্দ প্রামাণিককে একা পেয়ে তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন কৃষ্ণপদ। তাঁর বুকে ছুরি চালিয়ে দেয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিস। অভিযুক্ত কৃষ্ণপদ সাহাকে আটক করেছে চাঁচল থানার পুলিস।


আরও পড়ুন, Rampurhat Arson: বগটুইয়ের 'বদলার আগুনে' পুড়ে ছাড়খার ২ মাসের দাম্পত্য, মৃত্যু নানুরের নবদম্পতির


HS Exam 2022: বগটুই-এর HS পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনে বিশেষ ব্যবস্থা, জানিয়ে দিলেন সংসদ সভাপতি


Rampurhat Arson: রামপুরহাটের পথে বিজেপি বিধায়করা! ভিডিও শেয়ার করে 'পিকনিক' কটাক্ষ কুণালের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)