Rampurhat Arson: বগটুইয়ের 'বদলার আগুনে' পুড়ে ছাড়খার ২ মাসের দাম্পত্য, মৃত্যু নানুরের নবদম্পতির

Mar 23, 2022, 12:57 PM IST
1/5

বগটুই গ্রামে 'বদলার আগুন'

Newly Married Nanur Couple killed in Rampurhat Arson

নিজস্ব প্রতিবেদন : সাজিদুল ও মর্জিনার বিয়ে হয়েছিল মাত্র ২ মাস! আর তারপরই অভিশপ্ত একটা রাত সব হিসেবনিকেশ ওলটপালট করে দিয়েছে। রামপুরহাটের বগটুই গ্রামে 'বদলার আগুনে' পুড়ে খাক নানুরের নবদম্পতিও। ছেলে ও বউমা, দুজনকেই খুন করা হয়েছে বলছে সাজিদুলের পরিবার।

2/5

ছেলে খুন, নববধূকেও খুন

Newly Married Nanur Couple killed in Rampurhat Arson

রামপুরহাট কাণ্ডের পর থেকে নিখোঁজ নানুরের কাজি সাজিজুল রহমান। পরিবার জানিয়েছে, খুন করা হয়েছে সাজিদুলকে। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মর্জিনা খাতুনেরও। নববধূকেও খুন করা হয়েছে।   

3/5

"ভাই আমাকে বাঁচা, পুলিস পাঠা"

Newly Married Nanur Couple killed in Rampurhat Arson

মাত্র ২ মাস আগে, ১৮ জানুয়ারি, বছর একুশের মর্জিনার সঙ্গে বিয়ে হয়েছিল ৩১ বছরের সাজিদুলের। সোমবার দুপুরেই বগটুই গ্রামে আসেন দম্পতি। জানা গিয়েছে, এরপর সোমবার রাত ৯টা নাগাদ এক বন্ধুকে ফোন করেন সাজিদুল। "ভাই আমাকে বাঁচা, পুলিস পাঠা", বন্ধুকে বলে সাজিদুল। সেটাই শেষ কথা। তারপর আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার।  

4/5

'গুলি করে, কেটে খুন করে আগুন ধরিয়ে দেয়'

Newly Married Nanur Couple killed in Rampurhat Arson

সাজিদুলের বাবা কাজি নুরুল জামাল জানান, তাঁরা খবর পান যে সাজিদুল এক বন্ধুকে ফোন করেছিল পুলিসের সাহায্য় চেয়ে। তারপর তাঁরা সাজিদুলকে ফোন করতে শুরু করেন, কিন্তু আর যোগাযোগ হয়নি। বলেন, "রাত সাড়ে ১১টা-১২টা নাগাদ খুন হয়ে যায় ছেলে। প্রথমে গুলি করে, কেটে খুন করে তারপর দেহগুলো এক জায়গায় জড় করে আগুন ধরিয়ে দেয়। আমার ছেলে ও ছেলের বউ, দুজনেই খুন হয়ে গিয়েছে।"  

5/5

কান্নায় ভেঙে পড়েন সন্তানহারা মা

Newly Married Nanur Couple killed in Rampurhat Arson

ওদিকে সাজিদুলের মা নূরনিহার বিবি বিলাপ করতে করতে কোনওমতে বলেন, "মা আমরা ঘরেই আছি। বলেছিল ছেলে। কী থেকে কী হয়ে গেল! এক বন্ধুকে ফোন করেছিল জানতে পারছি।" কোনওমতে একথাগুলো বলেই ফের কান্নায় ভেঙে পড়েন সন্তানহারা মা। কান্নার দমকে গলা বুজে আসে তাঁর।