নিজস্ব প্রতিবেদন: বিস্তর মতানৈক্যের পর শেষমেশ শিলিগুড়ি পুরসভায় প্রাশসকমণ্ডলী নিয়োগ চূড়ান্ত হল। বামেদের দাবি মেনে পুর প্রশাসকমণ্ডলী থেকে বাদ দেওয়া হল ৫ তৃণমূল কাউন্সিলরের নাম। বিদায়ী মেয়র ও মেয়র পারিষদদের নিয়েই তৈরি হচ্ছে প্রশাসকমণ্ডলী। প্রশাসক হচ্ছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: স্বস্তি! করোনায় আক্রান্তের হার কমেছে রাজ্যে, জানালেন স্বরাষ্ট্রসচিব


তবে প্রথমে যে বিজ্ঞপ্তি জারি করে পুরসভায় প্রশাসক বসানোর কথা সরকার ঘোষণা করে, সেখানে প্রশাসক পদে অশোক ভট্টাচার্যের নাম থাকলেও বোর্ডে শাসকদলের ৫ সদস্যের নাম ছিল। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন অশোকবাবু। 


আরও পড়ুন: শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ড গঠন নিয়ে 'সংকীর্ণ দলীয় রাজনীতি'র অভিযোগ অশোকের


তাঁর দাবি, আইন ভেঙে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরসভা বিরোধীদের হাতে থাকলেই সেখানে প্রশাসকমণ্ডলীতে শাসকদলের লোক ঢোকানো হচ্ছে। তবে শেষমেশ আজ পুরনো বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে সরকার। নতুন তালিকায় অশোক ভট্টাচার্য-সহ ৭ জনকে নিয়ে তৈরি করা হয় প্রশাসকমণ্ডলী। জনমতের জয়, বললেন অশোক ভট্টাচার্য।