নিজস্ব প্রতিবেদন : 'বিজেপি করলে কেটে নেওয়া হবে গলা।' এমন পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের তুফানগঞ্জের নতুনবাজার এলাকায় ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অভিযোগ, "এলাকায় কেউ বিজেপি করতে পারবে না । বিজেপি করলে কেটে নেওয়া হবে তাদের মাথা।" এই মর্মে পোস্টার পড়েছে এলাকায়। যা ঘিরে দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। তুফানগঞ্জের চিলাখানা ২ নম্বর গ্রামপঞ্চায়েতের নতুনবাজার এলাকায় অজিত বসাকের দোকান। তাঁর সেই দোকানেই পড়েছে এই পোস্টার।


আরও পড়ুন, নদীতে মৎস্যজীবীদের জালে উদ্ধার নিখোঁজ বিজেপি নেতার দেহ


স্থানীয় ব্যবসায়ী অজিত বসাক এলাকায় বিজেপির সমর্থক বলে পরিচিত। তাঁর দোকানেই পোস্টার উদ্ধার হওয়ায় শুরু হয়েছে জল্পনা। এদিন সকালে পোস্টারটি চোখে নতুনবাজারের এক দোকানদারের। তিনি দোকান খুলতে এসে পোস্টারটি দেখতে পান। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় বিজেপি। পোস্টারে উল্লেখ, তৃণমূলের তরফেই এই হুমকি দেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সবই বিজেপির চক্রান্ত, মিথ্যা অভিযোগ করা হচ্ছে, দাবি করেছে তৃণমূল।