নিজস্ব প্রতিবেদন : ফেসবুকে আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। আর সেই বন্ধুত্বের ফাঁদে পা দিতেই এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুমন বোলেন। বয়স ২১ বছর। ভিন রাজ্যে সোনার কাজ করে সে। ফেসবুকে তার সঙ্গে আলাপ হয় এক নাবালিকার। অভিযোগ, ওই নাবালিকার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাকে অপহরণ করেছিল সুমন। মঙ্গলবার রাতে হুগলির জঙ্গিপাড়া থেকে অভিযুক্ত সুমনকে গ্রেফতার  করে নরেন্দ্রপুর থানার পুলিস। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে অপহৃত নাবালিকাকেও।



এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস। তদন্তে নেমে পুলিস জানাতে পেরেছে, অপহৃত নাবালিকা নরেন্দ্রপুরের শ্রীখোণ্ডার বাসিন্দা। নবম শ্রেণিতে পাঠরত ওই ছাত্রীর সঙ্গে আট মাস আগে ফেসবুকে আলাপ হয় অভিযুক্তের। অভিযোগ, তারপরই ওই নাবালিকাকে অপহরণের ছক কষে অভিযুক্ত সুমন।


আরও পড়ুন, বিড়লা সাম্রাজ্যের শতবর্ষে ফিরে দেখা চটকল নগরী বিড়লাপুরকে


আরও পড়ুন, ফাঁকা বাড়িতে প্রেমিকাকে ডেকে পাঠায় প্রেমিক, ফাঁদে পা দিতেই গণধর্ষণের শিকার যুবতী!


এখন ধৃত সুমন ভিন রাজ্যে সোনার কাজ করে। তাই নাবালিকাকে অন্যত্র পাচার করার কোনও পরিকল্পনা ছিল কি না? তাও খতিয়ে দেখছে পুলিস। নাবালিকাকে উদ্ধারের পর হোমে পাঠানো হয়েছে। অন্যদিকে, ধৃতকে আজ বারুইপুর আদালতে তোলা হয়।