নিজস্ব প্রতিবেদন: স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে আটক করে গাছে বেঁধে রেখে উত্তমমধ্যম দিল স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে।  বেধড়ক প্রহারের পর ওই যুবককে তারপর পুলিসের হাতে তুলে দেয় এলাকাবাসী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ধূপগুড়ির কালিরহাট সংলগ্ন দেওমালি এলাকার বাসিন্দা। অভিযোগ, কালিরহাট সংলগ্ন রায়পাড়ার বাসিন্দা এক স্কুলছাত্রীকে সে মাঝে মাঝেই হেনস্থা করত। ওই স্কুলছাত্রীকে উদ্দেশ করে টিপ্পনী কাটত। ইভটিজিংয়ের অভিযোগে আজ ওই যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। আটক করে তাকে গাছে বেঁধে রেখে চলে গণধোলাই। 


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। উত্তেজিত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে তারপর থানায় নিয়ে আসে। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাকি মানসিক সমস্যা রয়েছে। সবদিক খতিয়ে দেখে তদন্ত নেমেছে ধূপগুড়ি থানার পুলিস।


আরও পড়ুন, Malbazar: অন্ধকারে সামনে ঠাওর না হতেই বিপদ, শুঁড়ে পেঁচিয়ে তুলে ছুঁড়ে ফেলল গজরাজ


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)