নিজস্ব প্রতিবেদন : চলন্ত ট্রেন থেকে পড়ে হাত-পা কাটা গেল যুবকের। সেইভাবেই ঘণ্টার পর ঘণ্টা পরে রইল রেল লাইনের উপর। স্টেশনে উপস্থিত জনতা সেই দৃশ্যের ছবি তুলল, এমনকি লাইভ ভিডিও-ও করল কেউ কেউ। কিন্তু, কেউ-ই এগিয়ে এসে গুরুতর জখম ওই যুবককে উদ্ধারের কোনও চেষ্টাই করল না। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রানিনগরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ির রানিনগর স্টেশনে বঙ্গাইগাঁও-এনজিপি প্যাসেঞ্জার থেকে পড়ে যায় মহম্দ হাসিমুদ্দিন নামে ওই যুবক। ট্রেনের ধাক্কায় কাটা যায় তাঁর হাত ও পা। অভিযোগ, হাসিমুদ্দিনকে ওই অবস্থায় রেললাইনের উপর পড়ে থাকতে দেখেও কেউই সাহায্যার্থে এগিয়ে আসেনি। বরং, যন্ত্রণায় কাতর যুবকের ছবি-ভিডিও তুলতেই ব্যস্ত ছিল সবাই। পরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। যদিও শেষরক্ষা হয়নি। দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণের ফলে হাসপাতালে আনার পরই মৃত্যু হয় ওই যুবকের।


আরও পড়ুন, 'রূপশ্রী' আবেদনে প্রথম মুর্শিদাবাদ, ৪ মাসে ৭০ হাজার আবেদনকারী


তবে রেলের তরফে গাফিলতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। রেলের দাবি, আরপিএফ কর্মীরাই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসিমুদ্দিনকে। যদিও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা দাবি করেছেন, তাঁরাই খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করেন। আরও আগে ওই যুবককে উদ্ধার করা হলে, তাঁকে প্রাণে বাঁচানো যেত।