ওয়েব ডেস্ক: মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচতে মেনে চলুন এই কয়েকটি নিয়ম, তাহলেই মিলবে রেহাই। আরও পড়ুন- #ফ্ল্যাশব্যাক ২০১৬: বছরের সেরা পাঁচ টেকনোলজি খবর


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


প্রথম, নিজের শরীর থেকে একটা নূনতম দূরত্ব বজায় রেখেই মোবাইল ফোনে কথা বলুন। 


দ্বিতীয়, ফোনে কথা বলার সময় চেষ্টা করুন হেডফোন কিংবা ব্লু টুথ ব্যবহার করার। 


তৃতীয়ত, চেষ্টা করুন একটা নির্ধারিত সময় সেট করে দেওয়ার, যেখানে কথা বলার পর ফোন কল নিজে থেকেই কেটে যাবে।


চতুর্থ, ফোন কলের পরিবর্তে ব্যবহার করুন এসএমএস এবং ভয়েস ম্যাসেজ। 


পঞ্চম, মোবাইল ফোন স্পিকার মোডে রেখে কথা বলুন।