ওয়েব ডেস্ক: টেলিকম দুনিয়ায় ইতিমধ্যেই প্রযুক্তি বিল্পব ঘটিয়ে ফেলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। এবার কেবল 'প্রযুক্তি বিল্পব'-এর সুফল উপভোগ করারই স্বপ্ন জিও'র চোখে। ভারতী এয়ারটেল, ভোডাফোনের মত 'বিগ শট' টেলি কমিউনিকেশন নেটওয়ার্কগুলোর রাতের ঘুম উড়িয়ে দেওয়া রিলায়েন্স জিও কেবল টেলি নেটওয়ার্কেই থেমে থাকতে চাইছে না, তাদের উড়ান আরও বড়। গোটা বাজারে একচেটিয়া আধিপত্য কায়েম করতেই ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন 'থিঙ্ক ট্যাংক'। তাদের প্ল্যান, এবছরই আরও পাঁচ পাঁচটি জিনিস ভারতের বাজারে লঞ্চ করা হবে। এখনই কোনও সরকারি ঘোষণা জিও থেকে করা হয়নি, তবে সম্ভাবনা রয়েছে এই পাঁচটি বিষয় লঞ্চ করার- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এক. জিও ডিটুএইচ পরিষেবা 



দুই. রিলায়েন্স জিও ব্রডব্যান্ড সার্ভিস 



তিন. জিও মানি- অ্যাপ ব্যবহার করেই কেনাকাটার সুবিধা 



চার. 4G VoLTE ফিচার ফোন লঞ্চ (দাম হবে ৯৯৯ টাকা থেকে ১৫০০ টাকা)



পাঁচ. হোম অটোমেশন এবং অন্যান্য স্মার্ট পণ্য (মিডিয়া শেয়ার অ্যাপ নিয়ে ইতিমধ্যেই কাজ করছে জিও)