জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাঁদের পর এবার সূর্য। চন্দ্রযান-৩ এর সাফল্যের পর এবার টার্গেট সূর্য। রবির অভিমুখে রওনা আদিত্য এল ওয়ানের (Aditya L1 Mission)। রবির অভিমুখে যাত্রা শুরু সূর্যের সমার্থক 'আদিত্য'র। শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হল আদিত্য এল ওয়ানকে। উৎক্ষেপণ সফল হয়েছে। চন্দ্রযানের সাফল্যের পর সূর্য বিজয়ের দিকে তাকিয়ে গোটা দেশ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদিত্যর আদি কথা (Aditya L1 Mission):
## ভারতের প্রথম মহাকাশকেন্দ্রিক সৌর পর্যবেক্ষণ কেন্দ্র।
## পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে স্থাপিত হবে আদিত্য এল ওয়ান।
## আদিত্যর গন্তব্য ল্যাগ্রেজ পয়েন্ট। বিক্রমের মত অবতরণ করবে না আদিত্য।
## কক্ষপথে পৌঁছতে সময় লাগবে ১২৭ দিন।
## সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করবে আদিত্য এল ওয়ান। 
## সূর্যের গতিবিধি, সূর্য গ্রহণ, সৌরঝড় সহ সূর্যের একাধিক রশ্মির ছবি তুলে ইসরোকে পাঠাবে।
## পে লোড মোট ৭টি।
## আদিত্য এল ওয়ানের প্রাথমিক পে-লোড ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ (VELC)।
## এর নকশা, সংযুক্তি এবং পরীক্ষা করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স।


Aditya L1 Mission LIVE UPDATES:


টুইট করে ইসরো জানাল-



১২টা: 'ভেহিকলস্ পারফরম্যান্স নর্মাল'। জানাল ইসরো।


১১টা ৫৫: উৎক্ষেপণের পর তৃতীয় পর্যায়ও সম্পন্ন। ১৩৬ কিলোমিটার দূরত্বে এখন আদিত্য L1।


১১টা ৫৩: উৎক্ষেপণের পরই ১০৩ কিলোমিটার অতিক্রম আদিত্যর।  পে লোড বিচ্ছিন্ন হল।


১১টা ৫২: উৎক্ষেপণ সফল। প্রথম পর্যায়ের অপারেটিং স্টেজ সম্পন্ন। উচ্ছ্বাস ইসরোর বিজ্ঞানীদের।  


১১টা ৫০: অপেক্ষার অবসান। শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হল আদিত্য এল ওয়ানকে। 


১১টা ৪০: আদিত্যর উৎক্ষেপণের চূড়ান্ত মুহূর্ত আসন্ন। ইসরোর কন্ট্রোলরুমে শুরু কাউন্টডাউন।


১০টা ৫০: সময় বাকি আর মাত্র ১ ঘণ্টা। সোলার মিশনকে ঘিরে এখন ইসরোয় শেষ মুহূর্তের প্রস্তুতি। আদিত্য এল ওয়ানের খুঁটিনাটিতে নজর বিজ্ঞানীদের। শ্রীহরিকোটায় চরমে ব্যস্ততা। প্রতি সেকেন্ডে বাড়ছে উদ্বেগের পারদ। শুক্রবারই সংস্থার চেয়ারম্যান সোমনাথ জানান, ‘‘উৎক্ষেপণের জন্য তৈরি হচ্ছি আমরা। রকেট এবং উপগ্রহ প্রস্তুত। চূড়ান্ত মহড়াও সাড়া হয়ে গিয়েছে।’’



আরও পড়ুন, Chandrayaan 3: 'একটু হাসো তো', চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের ছবি তুলে পৃথিবীকে পাঠাল রোভার প্রজ্ঞান!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)