নিজস্ব প্রতিবেদন: প্রতিযোগিতার যুগে বাজার ধরে রাখতে আবারও সস্তার প্ল্যান আনল ভারতী এয়ারটেল। এবার আরও চমকে দেওয়ার মতো তাদের অফার। এবার এয়ারটেলের গ্রাহকরা পাবেন মাত্র ১৯ টাকা দিয়ে রিচার্জ করার সুযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতী এয়ারটেলের নতুন প্ল্যানগুলি দেখে নিন এক নজরে-
আরও পড়ুন: সবথেকে কম খরচে রিচার্জ প্ল্যান এয়ারটেলের


এবার ১৯ টাকার রিচার্জ করালে ৩০ পয়সা প্রতি মিনিট হিসাবে এসটিডি ও লোকাল কল করতে পারবেন গ্রাহকরা। এই অফারের মেয়াদ ৫৬ দিন।


৯৩ টাকার রিচার্জ প্ল্যানে ১০ দিনের জন্য পেয়ে যাবেন ১ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল।


১৭৫ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ৩ জিবি ডেটা পাবেন ২৮ দিনের জন্য।


১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ১ জিবি ৩জি অথবা ৪জি ডেটা পাবেন। এই প্ল্যানটির মেয়াদ ২৮ দিন। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং এবং ১০০ এসএমএস প্রতিদিন।