নিজস্ব প্রতিবেদন: এক ধাক্কায় প্রায় ৫,০০০ টাকা দাম কমল Asus-এর দুটি স্মার্টফোনের। সংস্থার দুটি একটু বেশি রেঞ্জের স্মার্টফোনে মিলবে প্রায় ৭,০০০ টাকা পর্যন্ত ছাড়। Asus 6Z ও Asus 5Z-দুটি স্মার্টফোনের ক্ষেত্রেই দাম কমালো সংস্থা। তার ফলে বেশি রেঞ্জের এই দুই স্মার্টফোনও এসে গেল সাধ্যের মধ্যের দামেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে, দাম কমেছে বলে দুটি ফোনের ফিচার কম বা ব্যাকডেটেড, এমনটা ভাবার কোনও কারণ নেই। ২০১৯-এরই সংস্থার ফ্ল্যাগশিপ ফোন Asus 6Z। আর সেই ফোনেই দাম এক ধাক্কায় এতটা কমানোর পর Asus নতুন কোনও ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে কি না সেই নিয়ে জল্পনা তুঙ্গে স্মার্টফোন উত্সাহীদের মধ্যে। এক নজরে দেখে নিন Asus 6Z ও Asus 5Z- দুটি স্মার্টফোনের স্পেসিফিকেশন আর দাম...


Asus 6Z স্পেসিফিকেশন আর দাম:


১. Asus 6z-এ থাকছে ৬ জিবি RAM। দুর্দান্ত গেমিংয়ের অভিজ্ঞতার জন্য থাকছে Snapdragon 855 SoC চিপসেট। পাওয়া যাবে ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট-এ। আরেটি ভেরিয়েন্টে থাকছে ৮ জিবি RAM আর ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।


২. ঝকঝকে পোট্রেট এবং ল্যান্ডস্কেপের জন্য থাকছে ৪৮+১৩ মেগাপিক্সেলের ফ্লিপ ক্যামেরা। ফোনের মাথায় ঘুরন্ত ক্যামেরা একই সঙ্গে সেলফি ও রিয়ার ক্যামেরার কাজ করবে। ফোনের লঞ্চে সকলের নজর কেড়েছে এই ক্যামেরা সেটআপ। ক্য়ামেরা অ্যাপ-এ থাকছে HDR এনহ্যানসমেন্ট, সুপার নাইট মোড, প্রফেশনাল মোড, প্যানোরমা মোড-সহ একাধিক আকর্ষনীয় ফিচার। সংস্থার তরফে এটিকে এই সেগমেন্ট-এর অন্যতম সেরা ক্যামেরা বলে দাবি করা হচ্ছে।


৩. ফোনের ডিসপ্লে ৬.৪ ইঞ্চি। থাকছে ইনফিনিটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। 


৪. ৫০০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে। ফাস্ট চার্জিংয়ের সুবিধাও থাকছে এই ফোনে। থাকছে রিভার্স চার্জিং-এর সুবিধাও। অর্থাৎ, এই ফোনটি থেকেই চার্জ দেওয়া যাবে আরেকটি ফোন।


৫. থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের সুবিধা।


৬. অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 9.0 Pie।


Asus 6z-এর দাম:


Asus 6z এর বেস ভেরিয়েন্টের দাম ছিল ৩১,৯৯৯ টাকা। সেই দামই কমে Flipkart-এ এবার হল ২৭,৯৯৯ টাকা।


আরও পড়ুন: তিন মাসে ১ কোটি ২৬ লক্ষ স্মার্টফোন বিক্রি করে ভারতে এক নম্বরে Xiaomi!


Asus 5Z স্পেসিফিকেশন আর দাম:


১. Asus 5z-এ থাকছে ৬ জিবি RAM। দুর্দান্ত গেমিংয়ের অভিজ্ঞতার জন্য থাকছে Snapdragon 845 SoC চিপসেট। পাওয়া যাবে ৬ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট-এ। আরেকটি ভেরিয়েন্টে থাকছে ৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।


২. থাকছে ১২+৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।


৩. ফোনের ডিসপ্লে ৬.২ ইঞ্চি।


৪. ৩৩০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে। ফাস্ট চার্জিংয়ের সুবিধাও থাকছে এই ফোনে।


৫. থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলকের সুবিধা।


৬. অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে Android 9.0 Pie।


Asus 5z-এর দাম:


Asus 5z এর বেস ভেরিয়েন্টের দাম ছিল ২১,৯৯৯ টাকা। Flipkart-এ সেই দামই ৫,০০০ টাকা কমে হল ১৬,৯৯৯ টাকা।