নিজস্ব প্রতিবেদন: একটি নেটওয়ার্ক আধুনিকীকরণ চুক্তিতে যুগ্মভাবে সই করল নোকিয়া এবং বিএসএনএল। দেশের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণে ৪জি পরিষেবাকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য একে অপরকে সাহায্য করবে বিএসএনএল এবং নোকিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : নোকিয়া লঞ্চ করছে নতুন ৪ অ্যান্ড্রয়েড স্মার্টফোন


নোকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গোয়া, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরালা এবং তেলেঙ্গানায় বিএসএনএল এই পরিষেবা চালু করবে।


ভারতে নোকিয়ার মার্কেটিম বিভাগের প্রধান সঞ্জয় মালিক এই প্রসঙ্গে বলেন, ‘বিএসএনএল-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই খুশি। ভারতে এমন একটা প্রজেক্টের খুবই দরকার ছিল। দেশের প্রযুক্তি ব্যবস্থাকে আরও উন্নত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি।’আপাতত উল্লেখিত কয়েকটি জায়গায় বিএসএনএল-এর নতুন পরিষেবা চালু হলেও পরবর্তীকালে সারা দেশে এই পরিষেবা খুব শীঘ্রই চালু হবে বলে আশা করা হচ্ছে।


আরও পড়ুন : আরও বেশি ডেটা! গ্রাহকদের জন্য নতুন দুটি অফার ভোডাফোনের