নোকিয়া লঞ্চ করছে নতুন ৪ অ্যান্ড্রয়েড স্মার্টফোন

নোকিয়ার ফোন মানেই অনেক বেশি উইজার ফ্রেন্ডলি। বাকি সমস্ত ফোনের তুলনায় নোকিয়ার ফোন ব্যবহার করা অনেক বেশি সহজ। আর তাই মোবাইল ফোন ব্যবহারকারীদের পছন্দের তালিকায় বরাবর উপরের দিকেই থাকে নোকিয়া। রবিবার এইচএমডি গ্লোবাল বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮-তে ৪টি নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করা হবে বলে ঘোষণা করে নোকিয়া।

Updated By: Feb 26, 2018, 02:07 PM IST
নোকিয়া লঞ্চ করছে নতুন ৪ অ্যান্ড্রয়েড স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদন: নোকিয়ার ফোন মানেই অনেক বেশি উইজার ফ্রেন্ডলি। বাকি সমস্ত ফোনের তুলনায় নোকিয়ার ফোন ব্যবহার করা অনেক বেশি সহজ। আর তাই মোবাইল ফোন ব্যবহারকারীদের পছন্দের তালিকায় বরাবর উপরের দিকেই থাকে নোকিয়া। রবিবার এইচএমডি গ্লোবাল বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮-তে ৪টি নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চ করা হবে বলে ঘোষণা করে নোকিয়া।

আরও পড়ুন : আরও বেশি ডেটা! গ্রাহকদের জন্য নতুন দুটি অফার ভোডাফোনের

নোকিয়া ৮ সিরোক্কো, নোকিয়া ৭ প্লাস, নোকিয়া ৬ (২০১৮) এবং নোকিয়া ১ নামের এই ৪টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন লঞ্চের ঘোষণা করেছে এইচএমডি গ্লোবাল। এখানেই শেষ নয়। এইচএমডি গ্লোবাল নোকিয়া ৮১১০ ৪জি স্মার্টফোনের ঘোষণাও করেছে। নোকিয়া ৮১১০ স্মার্টফোনটিতে ৪জি কানেক্টিভিটি ছাড়াও থাকতে চলেছে উন্নত প্রযুক্তির নান ফিচার্স এবং অ্যাপ। এতে স্লাইডার ফোন ফর্ম্যাটে থাকবে গুগল অ্যাসিসট্যান্ট, গুগল ম্যাপ, গুগল সার্চ, ফেসবুক এবং টুইটারও।

লঞ্চ করতে চলা নোকিয়ার নতুন স্মার্টফোনগুলিতে কী কী ফিচার্স থাকছে? জেনে নিন-

নোকিয়া ৮ সিরোক্কো
১) ৫.৫ ইঞ্চি কার্ভড এজ-টু-এজ পোল্ড ডিসপ্লে।
২) ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৩) ৫ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার।
৪) 6 GB RAM।
৫) দাম- ২৭ হাজার ৬৮০ টাকা থেকে ২৩ হাজার ৯৯৯ টাকা।

নোকিয়া ৭ প্লাস
১) ৬ ইঞ্চি ডিসপ্লে।
২) ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।
৩) ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট শ্যুটার সেলফির জন্য।
৪) 4 GB RAM।
৫) দাম- ১৯ হাজার ৯৯৯ টাকা।

নোকিয়া ৬
১) ৫.৫০ ইঞ্চি ডিসপ্লে।
২) ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৩) ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৪) 4 GB RAM।
৫) দাম- ১৬ হাজার ৯৯৯ টাকা থেকে ২০ হাজার ৭০০ টাকা।

নোকিয়া ১
১) ৪.৫ ইঞ্চি ডিসপ্লে।
২) ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৩) ২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
৪) 1 GB RAM।
৫) দাম- ৫ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন : ৯৮ টাকার রিচার্জ নিয়ে মুখোমুখি জিও-এয়ারটেল

.