নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ দিন দেশবাসীকে বাড়ির বাইরে না বেরনোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যরাত থেকে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন তিনি। এই পরিস্থিতিতে ভারতে উৎপাদন বন্ধ করল Vivo, Oppo, Realme-এর মতো স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংস্থাগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়া যাচ্ছে, ততদিন কারখানায় উৎপাদন বন্ধ রাখা হবে। এ প্রসঙ্গে Vivo-র মুখপাত্র জানিয়েছেন, সংস্থার সব কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। কর্মীদের দেশের মধ্যে বা দেশের বাইরে কোথাও না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। Oppo-র পক্ষ থেকেও একই নির্দেশ দেওয়া হয়েছে তাদের কর্মীদের।


আরও পড়ুন: প্রায় ৫০,০০০ কোটি টাকায় Jio-র মালিকানা কিনতে চাইছে Facebook!


গ্রেটার নয়ডার কারখানায় উৎপাদন বন্ধ করেছে Realme, Oppo। এ প্রসঙ্গে ভারতে Realme-র মুখপাত্র জানিয়েছেন, ‘কর্মীদের সুরক্ষাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’