প্রায় ৫০,০০০ কোটি টাকায় Jio-র মালিকানা কিনতে চাইছে Facebook!
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই মুকেশ আম্বানির সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু করেছে Facebook।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/24/171263-sudip2.jpg?itok=f8x2KbO2)
![প্রায় ৫০,০০০ কোটি টাকায় Jio-র মালিকানা কিনতে চাইছে Facebook! প্রায় ৫০,০০০ কোটি টাকায় Jio-র মালিকানা কিনতে চাইছে Facebook!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/25/240992-jio.jpg)
নিজস্ব প্রতিবেদন: বর্তমানে দেশের এক নম্বর টেলিকম সংস্থা Reliance Jio। গোটা দেশে সংস্থার গ্রাহক সংখ্যা ৩৭ কোটি ছাড়িয়েছে। Jio-র একাধিক আকর্ষণীয় অফারের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের গ্রাহক ধরে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে। এ রকম লাভজনক সংস্থার শেয়ার কিনতে উদ্যোগী হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়েন্ট Facebook।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই মুকেশ আম্বানির সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু করেছে Facebook। দুই সংস্থার আধিকারিকদের মধ্যে মালিকানা কেনার বিষয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, Jio-র ১০ শতাংশ শেয়ার কিনতে আগ্রহ প্রকাশ করেছে মার্ক জুকেরবার্গের সংস্থা। ২০১৯ সালের নভেম্বর মাসে মুকেশ আম্বানির সংস্থার বাজার মূল্য ছিল প্রায় ৫৬-৭০ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে তার ১০ শতাংশ শেয়ারের মূল্য হয় ৬.৫ বিলিয়ন থেকে ৭ বিলিয়ন ডলার। অর্থাৎ, ভারতীয় মূদ্রায় যা প্রায় ৫০,০০০ কোটি টাকার সমান।
আরও পড়ুন: করোনা সম্পর্কিত মেসেজে নতুন প্রতারনার ফাঁদ হ্যাকারদের!
তবে শোনা যাচ্ছে, গোটা দেশ লক ডাউনে থাকার ফলে এবং বিশ্বব্যাপী সব ধরনের যোগাযোগ ব্যবস্থা স্থগিত থাকার কারণে দুই সংস্থার মধ্যে চুক্তির বিষয়ে আলোচনা আপাতত স্থগিত রয়েছে।