নিজস্ব প্রতিবেদন: ১৮ উর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার জন্য আজ (বুধবার) থেকে রেজিস্টার করা যাচ্ছে CoWin অ্যাপে। কেন্দ্র থেকে জানানো হয়েছিল, ঠিক বিকেল চারটের পরেই লাইভ হবে   CoWinপোর্টাল। কিন্তু চারটে বাজার খানিক পরেই মুখ থুবড়ে পড়ে coWin app। যার কারণ হিসেবে জানানো হচ্ছে, গোটা ভারত থেকে এত জন পোর্টালে ঢুকে পড়ায় টানতে পারা যায়নি। তাই কিছু কিছু সময় একাধিক ইউজার অ্যাপে বা পোর্টালে রেজিস্টার করতে ব্যর্থ হয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ১৮ এর উর্ধ্বে টিকাকরণ, আজ থেকে শুরু Registration, কীভাবে করবেন? জেনে নিন


এই মুহূর্তে, দেশে করোনা পরিস্থিতি যে অবস্থায় পৌঁছেছে তাতে এখন বাঁচার জন্য একটাই অস্ত্র। তা হল ভ্যাকসিন। বিশেষজ্ঞরা বেশ কিছুদিন যাবৎ জানাচ্ছিলেন ডবল মিউটেন্টের পর করোনা যে রূপ ধারণ করেছে তাতে নতুন প্রজন্মের ভয় বেশি। তাই তড়িঘড়ি স্বাস্থ্যমন্ত্রক বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা করে ১৮ উর্ধ্বে দ্রুত ভ্যাকসিন কর্মসূচি চালু করল। মন্ত্রক থেকে ঘোষণা করা হচ্ছে, এই তৃতীয় পর্যায়ের ভ্যাকসিন কর্মসূচি সবচেয়ে বৃহৎ ভ্যাকসিন ড্রাইভ। 


 




বিরাট সংখ্যায়  CoWin অ্যাপে ঢুকে পড়ায় সার্ভার কাজ করতে ব্যর্থ হয়। তাই পোর্টালে দেখানো হয় CoWin server is facing issues. please try later.