১৮ এর উর্ধ্বে টিকাকরণ, আজ থেকে শুরু Registration, কীভাবে করবেন? জেনে নিন

পয়লা মে থেকে শুরু টিকাকরণ

Updated By: Apr 28, 2021, 09:42 AM IST
১৮ এর উর্ধ্বে টিকাকরণ, আজ থেকে শুরু Registration, কীভাবে করবেন? জেনে নিন

নিজস্ব প্রতিবেদন: করোনার মারণাত্মক  দ্বিতীয় ওয়েভের মাঝেই আজ থেকে শুরু হচ্ছে ১৮ বছর বয়সের উর্ধ্বে টিকাকরণের নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া। সোমবারই ঘোষণা করা হয়, তৃতীয় পর্যায়ে পয়লা মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে। আজ ২৮ এপ্রিল বিকেল ৪ টে থেকে কোউইন  (Co-win) ও আরোগ্য সেতু (Arogya Setu) অ্যাপ মারফত রেজিস্ট্রেশন করতে পারবেন যোগ্য ব্যক্তিরা। Cowin.gov.in ওয়েবসাইটেও নিজেদের নাম নথিভুক্ত করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পরপর ধাপগুলি জেনে নিন।

আরও পড়ুন: গেলেই টিকা নয়, আগে CoWIN-এ নাম লেখাতে হবে ১৮-৪৫ বয়সীদের

ধাপ ১: co-Win ওয়েবসাইট https://www.cowin.gov.in/home এ যেতে হবে।

ধাপ ২: মোবাইল নম্বর দিলে তাতে ওটিপি আসবে। মোবাইল নম্বর ভ্যারিফাই করতে হবে।

ধাপ ৩: ওটিপি দেওয়ার পর একটি পেজ খুলবে যেখানে আপনার বিশদ তথ্যাদি যেমন নাম, বয়স, বাসস্থান পূরণ করতে হবে।

ধাপ ৪: পরিচয় প্রমাণের কারণে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি যেকোন পরিচয় পত্র সাবমিট করতে হবে।

ধাপ ৫: বাসস্থান ও পিন কোড দিলে ভ্যাকসিন মিলবে সেই নিকটবর্তী হাসপাতালগুলি দেখা যাবে। সুবিধা মতো সেই হাসপাতাল বেছে নেবেন আপনি। সরকারি ও বেসরকারি উভয় হাসপাতালেরই অপশন দেওয়া হবে।

রেলমন্ত্রী পিযূষ গোয়েল (Piyush Goyal) টুইট করে ১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন (Above 18 Vaccination) নেওয়ার আবেদন জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত প্রায় ২৪ লক্ষ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। দেশজুড়ে টিকাকরণের মাত্রা ১৪.৭৭ কোটি ছাড়িয়েছে।  

 

.