ওয়েব ডেস্ক : আগেই ঘোষণা করেছিল ২০১৬ সালের পর থেকে বেশিরভাগ স্মার্টফোনে আর ব্যবহার করা যাবে না হোয়াটস অ্যাপ। কিন্তু, পরে তা কিছুটা শিথিল করে ৩০-এ জুন ২০১৭ পর্যন্ত করা হয় সংস্থার পক্ষ থেকে। বলা হয় Android 2.1 and Android 2.2, Windows Phone 7, iPhone 3GS/iOS6, এই অপারেটিং সিস্টেমে আর কাজ করবে না হোয়াটস অ্যাপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জেনে নিন কতদিন ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ!


এবার সেই তালিকায় আরও কিছু ফোন এল। সেগুলিতেও ২০১৭ সালের ৩০ জুনের পর থেকে আর চলবে না এই সোশ্যাল মেসেঞ্জারটি।


সংস্থার ঘোষণা অ্যানড্রোয়েড 4.0.3+ অপারেটিং সিস্টেমের নিচের ভার্সনে থাকা কোনও মোবাইলেই এবার থেকে আর কাজ করবে না হোয়াটস অ্যাপ।


হোয়াটস অ্যাপ বেটার পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে এই খবর।