ওয়েব ডেস্ক: অবশেষে সেই দিন এলো। যেদিন অবশেষে হাতে পাচ্ছেন সবচেয়ে কমদামী স্মার্টফোন ফ্রিডম২৫১।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাস ছয়েক আগে লঞ্চ করে নয়ডার মোবাইল কোম্পানি রিংগিং বেলসের তৈরি সবচেয়ে কমদামী স্মার্টফোন ফ্রিডম২৫১। সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ফোন বুকিংও হয়ে যায়। এরপর হয় নানা কাণ্ড। রিংগিং বেলস কোম্পানিকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক। মাঝে বন্ধও হয়ে যায় এই কোম্পানি। বুকিং ক্যানসেল করে ক্রেতাদের টাকাও ফেরত দিতে শুরু করে। শুরু হয় আরও বিতর্ক। এরপর সব বিতর্ক কাটিয়ে রিংগিং বেলস কোম্পানি প্রতিশ্রুতি দেয় যে, ২৮ জুন থেকে ফ্রিডম২৫১ স্মার্টফোন প্রত্যেকের কাছে ক্যাশ অন ডেলিভারীতে পৌঁছে দেবে। সেই প্রতিশ্রুতি মতো আজই সেই দিন যেদিন হাতে পাওয়ার কথা অতি প্রত্যাশিত সেই কমদামী স্মার্টফোন।


আরও পড়ুন সারাদিন স্মার্টফোনে মেসেজ করেন? জানুন নিজের কত ক্ষতি করছেন