নিজস্ব প্রতিবেদন : গত ২৭ সেপ্টেম্বর লঞ্চ হয়েছে MIUI 11-এর বেটা ভার্সান। পরিকল্পনামাফিক অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নির্দিষ্ট কিছু ফোনে সেই আপডেট আনতে চলেছে Xiaomi। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



নতুন MIUI 11 আপডেটের মাধ্যমে Xiaomi-এর লুক আর ফিলে অনেকটাই পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। বর্তমান স্মার্টফোনের বাজারে প্রায় সব স্মার্টফোনই দেখতে প্রায় একই ধাঁচের। সেক্ষেত্রে সম্পূর্ণ নতুন ইউজার ইন্টারফেস, নতুন সাউন্ড অপশান ইত্যাদির মাধ্যমে যে Xiaomi তাদের ফোনের ব্যবহারকারীদের এক ভিন্ন অভিজ্ঞতা দিতে চাইছে তা বলাই বাহুল্য। 


আরও পড়ুন: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি RAM! বাজারে আসছে Realme X2 Pro


আরও ঝকঝকে ইউজার ইন্টারফেস, ব্যবহার করার সবিধা ও দ্রুততার দিকে নজর দেওয়া হয়েছে MIUI 11-এ। বিভিন্ন অ্যাপের আইকনগুলি আরও গোলাকার করা হয়েছে। তার সঙ্গে পুরো ইন্টারফেস জুড়ে প্রথমবার ডার্ক মোড যোগ করা হয়েছে নতুন ইউআই-তে। Xiaomi-এর অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে এটি একটি বহু প্রতীক্ষিত পরিবর্তন। তা ছাড়া নোটিফিকেশন সাউন্ডের দিকেও দেওয়া হয়েছে নজর।


বহু দিন ধরেই ডার্ক মোড যোগ করার আর্জি জানিয়েছেন Xiaomi-এর ব্যবহারকারীরা। সেই দিকে নজর রেখেই ডার্ক মোড যোগ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এর ফলে ব্যাটারি কম খরচ হবে, ফোন দ্রুততর হবে এবং ফোন দেখেতেও বেশ আধুনিক লাগবে।
  
অ্যানিমেশনের ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। নোটিফিকেশন সিস্টেমের ইন্টারফেসে আনা হয়েছে পরিবর্তন।


চলতি মাসেই ১৭টি মডেলে আসছে MIUI 11 আপডেট। দেখে নিন সেই তালিকা...


১. Poco F1


২. Xiaomi Redmi 7


৩. Xiaomi Redmi Note 7


৪. Xiaomi Redmi Note 7 Pro


৫. Xiaomi Redmi K20 Pro


৬. Xiaomi Redmi K20


৭. Xiaomi Redmi 7A


৮. Xiaomi Redmi 6


৯. Xiaomi Redmi Note 6 and 6 Pro


১০. Xiaomi Redmi Note 5 and 5 Pro


১১. Xiaomi Redmi S2


১২. Xiaomi Redmi Note 8 and 8 Pro


১৩. Xiaomi Redmi 5 Plus


১৪. Xiaomi Redmi 5


১৫. Xiaomi Redmi 5A


১৬. Xiaomi Redmi 4X


১৭. Xiaomi Redmi Note 5A