ওয়েব ডেস্ক:  মোবাইলে পর্ন দেখেন? সাবধান, আপনার বারোটা বাজিয়ে দিতে পারে হ্যাকাররা। সতর্ক করল ব্রিটেনের নিরাপত্তা সংস্থা ওয়ান্ডেরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোবাইল ডেটা সস্তা হয়ে ‌যাওয়ায় এখন ফোনে পর্ন দেখার প্রবণতা এখন কিশোরদের মধ্যেও লক্ষ্য করা ‌যাচ্ছে।  ওই ব্রিটিশ নিরাপত্তা সংস্থার দাবি, আপনি ‌যখন আপনার মোবাইলে পর্ন দেখছেন তখন তা রেকর্ড করে ফেলতে পারে হ্যাকাররা। পরে তা প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে বিপুল টাকা আদায় করতে পারে ইন্টারনেট দস্যুরা।


বিশেষজ্ঞদের দাবি, বেশিরভাগ ম্যালওয়্যার তৈরি হয় থ্রি এক্স রেটের পর্ন সাইটে। অ্যান্ড্রয়েডের মতো অপারেটিং সিস্টেম পর্ন দেখার ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়। তবে ফোনের তুলনায় অনেকটাই ভরসা‌যোগ্য ডেক্সটপ। বিপদটা হল, পর্ন দেখার সময় মোবাইলের ক্যামেরা দিয়েই তা রেকর্ড করে ফেলতে পারে হ্যাকাররা।


আরও পড়ুন-একমাসে ইলেকট্রিক বিল ৭৭ কোটি!