নিজস্ব প্রতিবেদন: বন্ধুর জন্মদিনে তাঁকে উইশ করতে ভুলে গিয়েছেন বা বিবাহ বার্ষিকীতে সঙ্গীকে শুভেচ্ছা জানানো হয়নি? এমন ভুল আর হবে না। কারণ, WhatsApp-এও আপনি শিডিউল করে রাখতে পারবেন আপনার জরুরি বার্তা, তা সেটি শুভেচ্ছাবার্তাও হতে পারে। WhatsApp মেসেজ কী ভাবে শিডিউল করবেন? আসুন জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Android স্মার্টফোন থেকে WhatsApp মেসেজ শিডিউল:


১) প্রথমেই Google Play Store-এ গিয়ে SKEDit অ্যাপটি ডাউনলোড করে নিন।


২) প্রথমে অ্যাপটি খুলে সাইন আপ করুন। তার পর এর মেন মেনু থেকে WhatsApp খুলুন।


৩) এ বার অ্যাপ থেকে Enable Accessibility অপশনে গিয়ে SKEDit-কে WhatsApp ব্যবহারের অনুমতি দিতে হবে।


৪) এ বার অ্যাপে প্রয়োজনীয় তথ্য দিন। যেমন, যাঁকে মেসেজ পাঠাবেন তাঁর নম্বর এবং যে মেসেজ পাঠাতে চান সেটি লিখুন। এর পর মেসেজ পাঠানোর তারিখ আর সময় সেট করে দিন। এই অ্যাপের সাহায্যে একই মেসেজ একাধিকবার পাঠানোর বা শিডিউল করে রাখার অপশনও পাবেন।


৫) মেসেজ পাঠানোর আগে নিশ্চিত করুন। ব্যস, আপনার মেসেজ শিডিউল হয়ে যাবে। মেসেজের ডেলিভারি হয়ে গেলে আপনার কাছে নোটিফিকেশনও চলে আসবে।


iOS স্মার্টফোন থেকে WhatsApp মেসেজ শিডিউল:


অ্যাপেল অ্যাপ Siri Shortcuts-এর মাধ্যমে WhatsApp মেসেজ শিডিউল করা সম্ভব।


১) Shortcuts অ্যাপটি প্রথমে অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন। এ বার Siri Shortcuts অ্যাপটি খুলে নিচের দিকে Automation ট্যাবটি খুলুন।


২) এখানে (+ icon) অপশনে ট্যাপ করলেই Create Personal Automation অপশন পাবেন। Create Personal Automation অপশনে ক্লিক করুন।


৩) পরের স্ক্রিনে গিয়ে শিডিউলের তারিখ আর সময় বেছে নিতে হবে। তারিখ আর সময় বাছা হয়ে গেলে Next অপশন ক্লিক করুন।


আরও পড়ুন: লকডাউনে পুরোপুরি চালু ই-কমার্স! কোথায় কোথায় পরিষেবা মিলবে? জেনে নিন


৪) এ বার Add Action অপশনটি বেছে নিন। এখানে নিজের মেসেজ লেখা হয়ে গেলে নিচের (+ icon) প্রেস করে WhatsApp-কে খুঁজে বের করুন। Send Message via WhatsApp অপশন বেছে নিয়ে কাকে পাঠাবেন তা বেছে নিন। এ বার, Done-এ ক্লিক করলেই আপনার বেছে নেওয়া সময়ে পৌঁছে যাবে মেসেজ।