নিজস্ব প্রতিবেদন: মেইড ইন ইন্ডির হাইক (hike) টেক্কা দিতে পারল না মার্কিন মুলুকের হোয়াটসঅ্যাপের সঙ্গে। হাজার রকম ভাবে লাইভলি বানিয়ে, ঢেলে সাজানোর পরও টিকতে পারল না। ঝকঝকে হাইক জায়গা করতে ব্যর্থ। কিন্তু হাইকের মধ্যে স্টিকার সহ যা যা ফিচার ছিল তা সেসময়ের হোয়াটসঅ্যাপেও ছিল না বলে মনে করেন ওয়াকিবহালমহল। শুরুতে চুটিয়ে ব্যটিং করলেও, হোয়াটসঅ্যাপের জনপ্রিয়া ক্লিন বোল্ড করে দিল ২০২১ সালের শুরুতেই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



যাত্রা পথের শুরুতেই হাইকের ইউজার সংখ্যা পৌঁছে গিয়েছিল ১.৪ বিলিয়ন। এই অ্যাপ তৈরি করেছিলেন, কভিন ভারতী মিত্তাল এর Scion।


 



মিত্তাল জানিয়েছে, ভারতের কোনও নিজস্ব মেসেঞ্জার আর থাকল না। কারণ, বিদেশের নেটওয়ার্ক ও মেসেঞ্জার অনেক স্ট্রং।তবে ৬ জানুয়ারি হাইকের পক্ষ থেকে কোভিন ভারতী মিত্তাল বলেন, নতুন বছরে নতুন ভাবে আসবে hike app। নতুন প্রোডাক্ট ব্র্যান্ড চালু করার কথাও টুইট করে বলেন তিনি।