নিজস্ব প্রতিবেদন: সর্বত্র আধার কার্ড বহন করা সম্ভব হয় না সবসময়। অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এটি। তবে এই সমস্যার সমাধান এখন হাতের মুঠোয়। আধার কার্ড সঙ্গে রাখা এবার আরও সহজ। হার্ড কপি নয়। এবার নিজের সঙ্গে রাখতে পারবেন আধার কার্ডের সফট কপি অর্থাৎ ই-আধার কার্ড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

UIDAI-এর অফিসিয়াল সাইটে গিয়ে নিয়ম মতো সমস্ত প্রযোজনীয় তথ্য সাবমিট করার পরই আপনি মোবাইল ফোন বা ডেক্সটপে ডাউনলোড করে নিতে পারবেন ই-আধার কার্ড। জেনে নিন কীভাবে ডাউনলোক করবেন এই ই-আধার কার্ড। কোথায় পাবেন সেই লিঙ্ক সেসব বিস্তারিত তথ্য রইল আপনার সুবিধার্থে। 


আরও পড়ুন: এক ধাক্কায় ৬,০০০ টাকা দাম কমল Oppo-র এই স্মার্টফোনটির!


জেনে নিন কী ভাবে ডাউনলোড করবেন ই-আধার কার্ড


স্টেপ ১: UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/-এ ভিজিট করুন। 


স্টেপ ২: ‘Download Aadhaar’লেখা লিঙ্কে ক্লিক করুন বা https://eaadhaar.uidai.gov.in/-এ ভিজিট করুন। 


স্টেপ ৩: ওপরে “Enter your Personal Details” লিখা লিঙ্কের নিচে  “Aadhaar” অপশনে ক্লিক করেন। 


স্টেপ ৪: “Regular Aadhaar” লেখা লিঙ্কে ক্লিক করুন, এরপর আধার নম্বর, পুরো নাম, পিন কোডসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে OTP জেনারেট করতে হবে। 


স্টেপ ৫: ‘Request OTP’ লেখা লিঙ্কে ক্লিক করুন