ওয়েব ডেস্ক: অফুরন্ত ডেটা, অথচ বাফারিংয়েই সময় কেটে যাচ্ছে, ডেটা ব্যবহার তো দূর, কাজের কাজটাই হচ্ছে না। একেবারে স্পিড নেই, কিছুই করা যাচ্ছে না, তাহলে জেনে নিন এই সহজ উপায়, এইভাবেই বাড়িয়ে নিন জিও'র ইন্টারনেট স্পিড- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

> প্রথমে যেতে হবে সেটিংস অপশনে
> এরপর মোবাইল নেটওয়ার্কস অপশনে ক্লিক করতে হবে 
> তারপর আপনার রিলায়েন্স জিও সিম কার্ডের (APN) অ্যাকসেস পয়েন্ট নেম-এ যান   
> সেখানে সিম স্লটে গিয়ে জিও সিম সিলেক্ট করুন
> তারপর ডান দিকের টপে মেনুতে ক্লিক করুন 
> এরপর নতুন (APN) অ্যাকসেস পয়েন্ট নেম সিলেক্ট করতে হবে 
> সেভ করে বেড়িয়ে যান 


এই পদ্ধতি ব্যবহার করে বাড়িয়ে নিন জিও'র ইন্টারনেট স্পিড। এতেও না হলে আপনি কয়েকটি অ্যাপ ডাউনলোড করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারেন।
 
> MTK ইঞ্জিনিয়ারিং মোড
> শর্টকাট মাস্টার (Lite)
> VPN মাস্টার অথবা স্ন্যাপ VPN 
> স্পিড বুস্টার অ্যান্ড অপটিমাইজার অ্যাপ