নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ হয়ে গেল Huawei Freebuds 3i ইয়ারফোনস। ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে সক্ষম ওয়ারল্যাস এই ইয়ারফোন। অগস্টের ৬ তারিখ থেকে দুটি রঙে অ্যামাজনে মিলবে এই ইয়ারফোন। এই বছর মে মাসেই সারা বিশ্বব্যাপী লঞ্চ করেছে Huawei এর এই Freebuds 3i।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ভারতে এর দাম ৯ হাজার ৯৯০ টাকা। তবে অ্যামাজন প্রাইম ডেতে এই ইয়ারফোনের সঙ্গে থাকছে একটি নজরকাড়া অফার। ৬ অগস্ট থেকে ৭ অগস্ট পর্যন্ত অ্যামাজন প্রাইম মেম্বাররা ৯ হাজার ৯৯০ টাকা দিয়ে এই ইয়ারফোন কিনলে সঙ্গে পেয়ে যাবেন ৩ হাজার ৯৯ টাকার Huawei Band 4 একদম বিনামূল্যে। শুরুতে শুধু প্রাইম গ্রাহকদের জন্য থাকলেও পরে ১২ অগস্ট পর্যন্ত এই অফারের সুবিধা পাবেন সকলে।


আরও পড়ুন: বজ্রপাতে মৃত্যু রুখতে তৈরি অ্যাপ Damini! ৩০ মিনিট আগেই সতর্ক করবে আসন্ন বিপদ সম্পর্কে


ভয়েস কলের নয়েজ ক্যানসেলেশনযুক্ত এই ইয়ারফোনে থাকছে ডায়নামিক ড্রাইভার।তার সঙ্গে তিনটি মাইক্রোফেন। ক্যাপাসিটিভ সেনসর-সহ একবার চার্জে চলবে সাড়ে ৩ ঘন্টা পর্যন্ত। এছাড়া চার্জিং কেসের মাধ্যমে চলতে পারে সাড়ে ১৪ ঘন্টা পর্যন্ত।  সংস্থার দাবি ৩২ ডিবি পর্যন্ত নয়েজ আটকাতে পারে এই ইয়ারফোন।