নিজস্ব প্রতিবেদন: জানুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Huawei-র নতুন স্মার্টফোন Huawei Y9! এই ফোনের মূল আকর্ষণ হল এর ডুয়াল সেলফি সেলফি ক্যামেরা সেটআপ আর ৪ জিবি RAM। এ বার এক ধাক্কায় ৩,০০০ টাকা দাম কমল Huawei Y9 (2019)-এর। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Huawei Y9-এর স্পেসিফিকেশন আর দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Huawei Y9 স্মার্টফোনের স্পেসিফিকেশন আর দাম:


১) ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮২ শতাংশেরও বেশি।


২) ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Huawei Y9। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে বাড়িয়ে নেওয়া যাবে।


আরও পড়ুন: কোন ট্রেন ধরলে এড়ানো যাবে ভিড়, জানাবে গুগল ম্যাপস


৩) Android ৮.১ (Oreo) অপারেটিং সিস্টেমের উপরেই চলবে সংস্থার EMUI ৮.২ স্কিন। এর সঙ্গেই থাকছে Hisilicon Kirin ৭১০ চিপসেট।


৪) ছবি তোলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ২ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটাআপ আর ১৬ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা।


৫) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।


৬) ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।


৭) জানুয়ারি মাসে লঞ্চের সময় Huawei Y9-এর দাম ছিল ১৫,৯৯০ টাকা। এখন এই ফোন কেনা যাবে ১২,৯৯০ টাকায়। তবে শুধুমাত্র Amazon থেকেই ১২,৯৯০ টাকায় পাওয়া যাবে Huawei Y9।