নিজস্ব প্রতিবেদন: ভোডাফোনের সঙ্গে মিশে ‌যাচ্ছে আইডিয়া সেলুলার। ২০১৭ সালেই এনিয়ে একটি খবর ছিল। এবার তা বাস্তবে হতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-২ বিজেপিকর্মীর রহস্যমৃত্যুর জেরে এসপি বদল পুরুলিয়ায়


সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী নতুন কোম্পানির নাম হতে চলেছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। প্রসঙ্গত, জিও-র ধাক্কায় দেশের ছোট টেলিকম কোম্পানিগুলির অবস্থা এখন শোচনীয়। তার জের এসে পড়েছে কুমারমঙ্গলম বিড়লার কোম্পানি আইডিয়ার ওপরেও।


আগামী ২৬ জুন একটি বিশেষ বৈঠক ডেকেছে আইডিয়া। সম্ভবত সেখানেই ঘোষণা করা হবে দুই কোম্পানি মিলে ‌যাওয়ার খবর। ঘোষণা করা হবে নতুন কোম্পানির নামও।


আরও পড়ুন-শিক্ষা ব্যবস্থায় ফিরছে পাস-ফেল প্রথা 


উল্লেখ্য, গত অক্টোবর মাসে কোম্পানি ভোডাফোনের সঙ্গে মিশে ‌যাওয়ার পক্ষে সম্মতি দেন আইডিয়া সেলুলারের ৯৯ শতাংশ শেয়ার হোল্ডার। টেলিকম মহলের খবর, দুটি কোম্পানি মিশে গেলে ভোডাফোন আইডিয়া লিমিটেডই হবে দেশের সর্ববৃহৎ টেলিকম কোম্পানি। এদের মোট সম্পত্তির মূল্য হবে ২৩০০ কোটি টাকা। ফলে উপকৃত হবে গ্রাহকরাও।