ওয়েব ডেস্ক: সময় পেলেই কিংবা কাজের ফাঁকে, টুক টাক ফেসবুকে স্টেটাস, সেলফি, লেগেই রয়েছে। কিংবা হোয়াটস অ্যাপে মেসেজ চালাচালি। সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই সময় কাটাই। এমনকি ব্যক্তিগত জীবনও শেয়ার করি। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় আমরা ঠিক কতটা নিরাপদ, তা নিয়ে একেবারেই মাথা ঘামাই না। আমাদের প্রত্যেকের মনেই একটা ধারণা রয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় আমরা যা করছি, তা শুধু আমরাই দেখতে পাচ্ছি বা জানতে পাচ্ছি। কিন্তু আসলে এমনটা নয়। সোশ্যাল মিডিয়ায় আমরা একেবারেই নিরাপদ নই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেসবুকের অন্তর্গত মেসেজিং সাইট হোয়াটস অ্যাপ যাঁরা যাঁরা ব্যবহার করেন, তাঁরা সেখানে ব্যক্তিগত তথ্য অর্থাত্ তাঁদের আর্থিক অবস্থা, ছবি, ভিডিও, ব্যক্তিগত কথা বার্তা সবই আপলোড করে থাকেন। হ্যাকাররা এই সমস্ত তথ্যই অনায়াসে চুরি করতে পারে।


কীভাবে হ্যাকাররা তথ্য চুরি করে জানেন?


১) হোয়াটস অ্যাপের QR CODE স্ক্র্যাপিং করে।


২) নিজের ফোনের ফিসিং অ্যাপ বা সাইট থেকে আপনার হোয়াটস অ্যাপের QR CODE স্ক্যান করে।


৩) স্ক্যান করা হয়ে গেলেই ওই ব্যক্তি আপনার হোয়াটস অ্যাপটি ব্যবহার করতে পারবে।


তাই ব্যক্তিগত তথ্য অপরের হাতে যাতে না চলে যায়, তার জন্য সোশ্যাল মিডিয়ায় এমন কোনও তথ্য শেয়ার না করাই উচিত্।