ওয়েব ডেস্ক: পুজো এবং প্রায় সারা বছরই কোনও কোনও উত্‌সবেই অনলাইন শপিং সাইটগুলি বিভিন্ন অফার দিতে থাকে। ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিলে বিভিন্ন প্রোডাক্টের উপর আকর্ষণীয় ছাড় চলছে। এই অফারে আপনি পোশাক, খাবার, সাজগোজ, রান্নাঘর এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিস বেশ কম দামে কিনতে পারবেন। কিন্তু এমন কিছু পদ্ধতি আছে, যেগুলো মেনে চললে আপনি অনলাইনে কেনাকাটার সময় বেশি ডিসকাউন্ট পাবেন। পদ্ধতিগুলো জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) যে কোনও অনলাইন শপিং সাইটের অ্যাপ থেকে কেনাকাটা করলে বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। তাই অ্যাপ ডাউনলোড করে কেনাকাটা করুন।


২) আপনি যদি অ্যামাজনের অ্যাপ থেকে ১৫ হাজার টাকার উপরে কেনাকাটা করেন, এবং HDFC ব্যাঙ্কের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাহলে ১৫ শতাংশ ছাড় পাবেন। যেখানে অ্যামাজনের ওয়েবসাইট থেকে সেই কেনাকাটা করলে ছাড় পাবেন মাত্র ১০ শতাংশ।


আরও পড়ুন আপনি যদি এই ছবি শেয়ার করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে!


৩) অ্যামাজন ওয়ালেট ব্যবহার করুন। তাহলে অনেক সুবিধা পাবেন।


৪) স্ন্যাপডিলের অ্যাপ এবং HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ১৫ শতাংশ ছাড় পাবেন। আবার স্ন্যাপডিলের অ্যাপ এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পাবেন ১০ শতাংশ ছাড়। আর নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে স্ন্যাপডিল থেকে কেনাকাটা করলে ৫ শতাংশ ছাড় পাবেন।


আরও পড়ুন স্যামসঙ গ্যালাক্সি নোট ৭-এর পর আরও একটি স্মার্টফোন বিস্ফোরণ হল


৫) যাঁরা ফ্লিপকার্ট থেকে কেনাকাটার জন্য নেট ব্যাঙ্কিং কিংবা SBI-এর কার্ড ব্যবহার করেন, তাঁরা সবথেকে বেশি অফার পান।


৬) কিছু কিছু অনলাইন শপিং সাইট আবার প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা অফার দেয়।