ওয়েব ডেস্ক: সম্প্রতি মুকেশ আম্বানি ফ্রি ডোমেল্টিক ভয়েস কলের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছেন। নতুন অফারের নাম দিয়েছেন জিও ‘হ্যাপি নিউ ইয়ার অফার’। যা আগামী বছর অর্থাত্‌, ২০১৭ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত বৈধ থাকবে। কিন্তু অনেক গ্রাহকের মনেই একটা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁরা বুঝতে পারছেন না, জিও-র ওয়েলকাম অফার এবং হ্যাপি নিউ ইয়ার অফারের মধ্যে তফাত্‌টা কোথায়? আপনার মনেও যদি এমন কোনও প্রশ্ন থাকে, তাহলে জেনে নিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আপনার চেনা বলিউড অ্যাকট্রেসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহির খান!


১) ৪ ডিসেম্বর ২০১৬ এর পর যাঁরা নতুন জিও কানেকশন নিয়েছেন, তাঁরা জিও-র ওয়েলকাম অফারের সুবিধা পাবেন না।


২) জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার ৪ ডিসেম্বর ২০১৬ থেকে সমস্ত নতুন জিও গ্রাহকেরা পাবেন।


৩) জিও-র ওয়েলকাম অফার এবং হ্যাপি নিউ ইয়ার অফার, দুটো ক্ষেত্রেই আনলিমিডেট জিও 4G পরিষেবা পাওয়া যাবে।


আরও পড়ুন জেনে নিন কীভাবে জিও-র স্পীড বাড়াবেন