জেনে নিন কীভাবে জিও-র স্পীড বাড়াবেন

লক্ষ লক্ষ মানুষ জিও ব্যবহার করছেন। কিন্তু বেশিরভাগ মানুষেরই অভিযোগ ছিল জিও-র স্পীড নিয়ে। শোনা যাচ্ছিল, জিও সিম লঞ্চ করার এক সপ্তাহের মধ্যেই ইন্টারনেট স্পীড মারাত্মক কমতে শুরু করে দিয়েছিল। কিন্তু এবার জিও-র স্পীড বাড়ানো সম্ভব। আপনি নিজেই সেই স্পীড বাড়াতে পারবেন। LTE Band বদলের মাধ্যমে।

Updated By: Dec 6, 2016, 10:37 AM IST
জেনে নিন কীভাবে জিও-র স্পীড বাড়াবেন

ওয়েব ডেস্ক: লক্ষ লক্ষ মানুষ জিও ব্যবহার করছেন। কিন্তু বেশিরভাগ মানুষেরই অভিযোগ ছিল জিও-র স্পীড নিয়ে। শোনা যাচ্ছিল, জিও সিম লঞ্চ করার এক সপ্তাহের মধ্যেই ইন্টারনেট স্পীড মারাত্মক কমতে শুরু করে দিয়েছিল। কিন্তু এবার জিও-র স্পীড বাড়ানো সম্ভব। আপনি নিজেই সেই স্পীড বাড়াতে পারবেন। LTE Band বদলের মাধ্যমে।

আপনি যদি জিও নেটওয়ার্কের ধীর গতির ইন্টারনেট স্পীডের সমস্যায় পড়েন, তাহলে LTE Band দিয়ে নিজেই ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিতে পারবেন। জেনে নিন কীভাবে স্পীড বাড়াবেন তার পদ্ধতি-

১) প্রথমে প্লে স্টোর থেকে MTK Engineering Mode ডাউনলোড করুন।

আরও পড়ুন রিল লাইফের সুন্দরী নায়িকা থেকে রিয়েল লাইফে ছ-বার মুখ্যমন্ত্রী!

২) এবার 2300 MHzকে বদলে LTE Band 40 করুন।

৩) এবার FDD-LTE থেকে 1800/850 MHz সেট করুন।

৪) সেভ চেঞ্জেস করুন।

এবার ইন্টারনেটের স্পীডের বদলটা নিজেই লক্ষ করতে পারবেন।

আরও পড়ুন এয়ারসেলের চমকে দেওয়ার মতো ফ্রি অফার

.