নিজস্ব প্রতিবেদন: খুব শীঘ্রই ভারতে বাজারে বিক্রি শুরু হতে চলেছে Motorola-র নতুন মিডরেঞ্জ স্মার্টফোন One Fusion+। পপ-আপ সেলফি ক্যামেরা, ৬ জিবি RAM-সহ একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে হাজির হচ্ছে এই ফোন। জানা গিয়েছে, ২৪ জুন থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। আসুন দেখে নেওয়া যাক Motorola One Fusion+-এর স্পেশিফিকেশন আর দাম সম্পর্কে খুঁটিনাটি তথ্য...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Motorola One Fusion+-এর স্পেশিফিকেশন আর দাম:


১) এই ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে থাকছে Snapdragon 730 (8 nm) চিপসেট।


২) ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজে পাওয়া যাবে এই ফোন।


৩) এই ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর + ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স + ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে ১৬ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা।


৪) স্মার্টফোনে রয়েছে ৫,০০০ mAh-এর নন রিমুভেবল 15W ফাস্ট চার্জিং ব্যাটারি। কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, USB 2.0, Type-C 1.0 রিভার্সেবল কানেক্টর, ব্লুটুথ ভি ৫.০ আর জিপিএস-এর সুবিধা।


আরও পড়ুন: ভারতে বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় চিনা ভিডিয়ো অ্যাপ!


৫) ফোন সিকিউরিটিতে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটিতে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বটন রয়েছে।


৬) টিউলাইট ব্লু এবং মুনলাইট হোয়াইট— এই দুটি রঙে পাওয়া যাবে এই ফোন। ভারতে Motorola One Fusion+-এর দাম হতে পারে ১৬,৯৯৯ টাকা থেকে।