নিজস্ব প্রতিবেদন: বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফিচার নিয়ে মাঝে মাঝেই ব্যবহারকারীদের চমক দেয় WhatsApp। এবার এক নতুন ফিচার আনতে চলেছে WhatsApp। বেশ কিছুদিন আগেই WhatsApp নিয়ে এসেছিল ডার্কমোড অপশন। আর এবার এল মেসেজ অটো ডিলিট অপশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন এই ফিচারে দেখা গিয়েছে, যদি আপনি কাউকে মেসেজ করে সেই মেসেজ ডিলিট করতে চান, তাহলে সহজেই সেই মেসেজ নিজের থেকেই ডিলিট হয়ে যাবে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।


আপনি কোনও গ্রুপে বা ব্যক্তিগত ভাবে কাউকে মেসেজ করলেন। যা আপনি কিছুক্ষণ পর ডিলিট করে দিতে চান। তাহলে মেসেজ টাইপ করার সময়ই মেসেজ ডিলিট করার নির্দিষ্ট সময় ঠিক করে দিতে হবে। যেমন, ১ ঘণ্টা বা ১ দিন বা ১ সপ্তাহ বা ১ মাস বা ১ বছর। আপনি আপনার পছন্দের সময় বেছে নিতে পারেন। 


আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Xiaomi-এর নতুন স্মার্টফওন Redmi K30 pro-এর স্পেসিফিকেশন!


যদিও বর্তমানে এই ফিচারটি বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হচ্ছে। কিন্তু কবে থেকে ঠিক এই ফিচারটি ব্যবহার করা যাবে সে বিষয়ে এখনও জানা যায়নি।